FOLAFOL LYRICS-(ফলাফল) Sadman Pappu|Apurba-Latest Lyrics Update
Folafol || ফলাফল || Sadman Pappu || Apurba || Mehazabien || Official Music Video || Bangla New Song - Sadman Pappu Lyrics
Song : Folafol (ফলাফল)
Singer : Sadman Pappu
Lyric & Tune : Masum Taslim
Music : Real Ashique
Album : Folafol
Cast : Apurba , Mehazabien & S N Joni
Director : B U Shuvo
Language : Bangla
Label : Agniveena
ও তুই একটা নিশি জাগিয়া দেখ
কত যন্ত্রনা,
চোখের একফোঁটা জল ঝরাইয়া দেখ
কত বেদনা,
যেমন হাজার তারা জেগে থাকা
কত চোখের জল..
তোরে ভালোবেসে আমার এমন ফলাফল,
তোরে ভালোবেসে আমার এমন ফলাফল।
জানি চাঁদের আলো রাতে,
আঁধার আলোকিত করে
তোরে ভালোবেসে আমার..
জীবন অন্ধকারে।
ও তুই চাঁদের মতো আলো যদি
দিতি মনের ঘরে,
চাঁদের মতো আলো যদি
দিতি মনের ঘরে,
তবে বুকটা আমার হতো না রে
ব্যথার পদতল..
তোরে ভালোবেসে আমার এমন ফলাফল,
তোরে ভালোবেসে আমার এমন ফলাফল।
জানি নদীর পানী ঘুরে,
ফিরে সাগরেতে মিশে
ভালোবাসার দুঃখ তেমন
ঘুরে পিছে পিছে।
ও তুই নদীর মতো ফিরতি যদি
আমার মনের ঘরে,
নদীর মতো ফিরতি যদি
আমার মনের ঘরে,
তবে দু'চোখ আমার হতো না রে
তোরে ভালোবেসে আমার এমন ফলাফল,
তোরে ভালোবেসে আমার এমন ফলাফল।
ও তুই একটা নিশি জাগিয়া দেখ
কত যন্ত্রনা,
চোখের একফোঁটা জল ঝরাইয়া দেখ
কত বেদনা,
যেমন হাজার তারা জেগে থাকা
কত চোখের জল..
তোরে ভালোবেসে আমার এমন ফলাফল,
তোরে ভালোবেসে আমার এমন ফলাফল।
0 Response to "FOLAFOL LYRICS-(ফলাফল) Sadman Pappu|Apurba-Latest Lyrics Update"
Post a Comment