Jani Pabona Bangla Lyrics (জানি পাবোনা) Imran & Shithee Sarker
Jani Pabona | IMRAN | SHITHEE | Official Music Video | Nadia Mim | Bangla New Song 2020 - Imran & Shithee Sarker Lyrics

Song: Jani Pabona | জানি পাবোনা
Singer: Imran & Shithee Sarker
Lyrics: Snahashish Ghosh
Tune & Music: Imran Mahmudul
Programming and Mix master: Imran Mahmudul
Album: Jani Pabona
Label: Central Music and Video [CMV]
পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙে যাওয়া এই ভালোবাসার,
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার,
ভেঙে যাওয়া এই ভালোবাসার,
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার,
আর কি কখনো একফোঁটা স্বপ্ন
সাহসটা পাবো দেখার জন্য,
জানি পাবোনা, জানি পাবোনা।
পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙে যাওয়া এই ভালোবাসার,
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার।।
চলতে গিয়ে পথে যদি আবার
দেখা হয়ে যায় তোমার আমার,
মুখ ফিরিয়ে চলে যাবে জানি
হয়তো পাশে থাকবে কেউ আর,
তোমাকে ছোঁয়ার আর অধিকার
জানি পাবোনা, জানি পাবোনা।
পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙ্গে যাওয়া এই ভালোবাসার,
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার।।
যে হাত তোমার ছোঁয়ায় মাখা
অন্য হাতে তা যায় কি রাখা,
বাকিটা জীবন হবে যে তাই
তুমি হীনা একা থাকা,
পাশাপাশি চলার অধিকার
জানি পাবো না, জানি পাবো না।
পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙ্গে যাওয়া এই ভালোবাসার,
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার।।
আর কি কখনো একফোঁটা স্বপ্ন
সাহসটা পাবো দেখার জন্য,
জানি পাবোনা, জানি পাবোনা।
পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙে যাওয়া এই ভালোবাসার,
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার।।
0 Response to "Jani Pabona Bangla Lyrics (জানি পাবোনা) Imran & Shithee Sarker"
Post a Comment