Jodi Thakte Tumi Bangla Lyrics (যদি থাকতে তুমি)
Jodi Thakte Tumi | Unplugged | Hasan S. Iqbal | Lyrical - Hasan S. Iqbal Lyrics

Singer: Hasan S. Iqbal
Lyrics & Tune: Hasan S. Iqbal
Edit & FX : Ashraful Alam Joy
Music: Soundhacker
Jodi Thakte Tumi Bangla Lyrics
যদি থাকতে তুমি
বাঁচতে আমার লাগতো না কঠিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
কাটতো আমার দিনগুলো রঙ্গিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
সামনে তোমার এনে দিতাম সব
যা যা চাইতে তুমি,
তুমি বলার আগে বুঝতাম আমি
যখন মন খারাপ করে থাকতে তুমি।
এমন হবে কোনো দিন
আমি আগে ভাবিনি,
এমন হবে কোন দিন
আমি আগে ভাবিনি,
যে আমায় ছাড়া বাঁচতো না আজ
সে কেন বিলীন ?
যদি থাকতে তুমি
বাঁচতে আমার লাগতো না কঠিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
কাটতো আমার দিনগুলো রঙ্গিন,
যদি থাকতে তুমি।।
আমার চোখে ভাসে শুধু তোমার ঐ মুখ
কানে বাজে তোমার গলার স্বর।
আমার চোখে ভাসে শুধু তোমার ঐ মুখ
কানে বাজে তোমার গলার স্বর,
তোমায় মনে পড়লে করি শুধু পাগলামি
উঠে এই মাতাল মনে ঝড়।
এমন হবে কোনো দিন
আমি আগে ভাবিনি,
এমন হবে কোন দিন
আমি আগে ভাবিনি,
যে আমায় ছাড়া বাঁচতো না আজ
সে কেন বিলীন ?
যদি থাকতে তুমি
বাঁচতে আমার লাগতো না কঠিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
কাটতো আমার দিনগুলো রঙিন,
যদি থাকতে তুমি।।
মাঝে মাঝে ভাবি
সব দোষ যে আমারি,
আমায় ভুলে যাওয়াটাই সহজ।
মাঝে মাঝে ভাবি
সব দোষ যে আমারি,
আমায় ভুলে যাওয়াটাই সহজ।
তুমি কবে আসবে
ভালোবাসবে আমাকে,
এখনো এই আশায় থাকি রোজ।
এমন হবে কোনো দিন
আমি আগে ভাবিনি,
এমন হবে কোন দিন
আমি আগে ভাবিনি,
যে আমায় ছাড়া বাঁচতো না আজ
সে কেন বিলীন ?
যদি থাকতে তুমি
বাঁচতে আমার লাগতো না কঠিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
কাটতো আমার দিনগুলো রঙ্গিন,
যদি থাকতে তুমি।।
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
কাটতো আমার দিনগুলো রঙ্গিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
সামনে তোমার এনে দিতাম সব
যা যা চাইতে তুমি,
তুমি বলার আগে বুঝতাম আমি
যখন মন খারাপ করে থাকতে তুমি।
এমন হবে কোনো দিন
আমি আগে ভাবিনি,
এমন হবে কোন দিন
আমি আগে ভাবিনি,
যে আমায় ছাড়া বাঁচতো না আজ
সে কেন বিলীন ?
যদি থাকতে তুমি
বাঁচতে আমার লাগতো না কঠিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
কাটতো আমার দিনগুলো রঙ্গিন,
যদি থাকতে তুমি।।
আমার চোখে ভাসে শুধু তোমার ঐ মুখ
কানে বাজে তোমার গলার স্বর।
আমার চোখে ভাসে শুধু তোমার ঐ মুখ
কানে বাজে তোমার গলার স্বর,
তোমায় মনে পড়লে করি শুধু পাগলামি
উঠে এই মাতাল মনে ঝড়।
এমন হবে কোনো দিন
আমি আগে ভাবিনি,
এমন হবে কোন দিন
আমি আগে ভাবিনি,
যে আমায় ছাড়া বাঁচতো না আজ
সে কেন বিলীন ?
যদি থাকতে তুমি
বাঁচতে আমার লাগতো না কঠিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
কাটতো আমার দিনগুলো রঙিন,
যদি থাকতে তুমি।।
মাঝে মাঝে ভাবি
সব দোষ যে আমারি,
আমায় ভুলে যাওয়াটাই সহজ।
মাঝে মাঝে ভাবি
সব দোষ যে আমারি,
আমায় ভুলে যাওয়াটাই সহজ।
তুমি কবে আসবে
ভালোবাসবে আমাকে,
এখনো এই আশায় থাকি রোজ।
এমন হবে কোনো দিন
আমি আগে ভাবিনি,
এমন হবে কোন দিন
আমি আগে ভাবিনি,
যে আমায় ছাড়া বাঁচতো না আজ
সে কেন বিলীন ?
যদি থাকতে তুমি
বাঁচতে আমার লাগতো না কঠিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
কাটতো আমার দিনগুলো রঙ্গিন,
যদি থাকতে তুমি।।
0 Response to "Jodi Thakte Tumi Bangla Lyrics (যদি থাকতে তুমি)"
Post a Comment