♫TUMI BHULE GECHO AMAK LYRICS♫-Samz Vai(তুমি ভুলে গেছো আমাকে) Latest Lyrics Update
Tumi Bhule Gecho Amake | Bangla Song 2020 | Samz Vai, Afran Nisho, Tasnia Farin | Valobasha Mitthe - Samz Vai Lyrics
Bangla Gaan: Tumi Bhule Gecho Amake (তুমি ভুলে গেছো আমাকে)
Singer : Samz Vai
Lyrics & Tune : Samz Vai
Flute: Munshi Jewel
Music : Tanzil Hasan
Label: Eagle Music
আমার গল্প এখন তুমি
শোনাও বলো কাকে?
আমিও তো হারায় যাবো
নতুন কোনো ডাকে,
নাইবা আমার খবর নিলে
ব্যস্ত তোমার জিবন,
আমিও তো হারায় যাবো
নতুন কোনো গানে।
তুমি ভুলে গেছো আমাকে
আমি ভুলিনি আজও তোমাকে,
মনে কি আছে তোমারও
কথা দিয়েছিলে যাবে না দূরে।
চাইলে তুমি আমায় ভালোবাসিতে
আবার চাইলে কেন অবহেলায় জড়াতে,
এ কেমন মায়া আমি ভুলিতে পারিনা
ভালোবাসা কোনো বাধা মানেনা।
তুমি ভুলে গেছো আমাকে
আমি ভুলিনি আজও তোমাকে,
মনে কি আছে তোমারও
কথা দিয়েছিলে যাবেনা দূরে।
এই নিয়ে গল্পটা হয়ে যাবে শেষ,
তুমি চলে গেলে ঠিকই তোমার মতো
কেন মুছে যাওনি মায়া রেস।
তুমি ভুলে গেছো আমাকে
আমি ভুলিনি আজও তোমাকে,
মনে কি আছে তোমারও
কথা দিয়েছিলে যাবেনা দূরে।
0 Response to "♫TUMI BHULE GECHO AMAK LYRICS♫-Samz Vai(তুমি ভুলে গেছো আমাকে) Latest Lyrics Update"
Post a Comment