Doob Satar Lyrics-(ডুব সাঁতার)-by FAHAD-Afran Nisho & Tanjin Tisha-latest Lyrics Update
Doob Satar (ডুব সাঁতার) by FAHAD | ft. Afran Nisho & Tanjin Tisha | X Wife Natok Song (Full) - Fahad Bin Aziz Lyrics
Song : Dub shatar (ডুব সাঁতার)
Powered by PRANUP
Lyrics : Wasique Saikat
Tune & Music : Naved Parvez
Singer : Fahad Bin Aziz
Drama : X WIFE
Doob Satar Lyrics>ডুব সাঁতার<
লিখে রেখছ কি যে,
তোমার ওই চোখের মাঝে।
মন ভিজে প্রেমের জলে,
তোমার আজ হবো বলে।
বুঝিনা আমার হলো কি,
চারপাশে তোমাকেই দেখি।
খুজিনা আর কিছু আমি,
তোমাতেই যেনো ডুবে থাকি।
মন সাগরে দাও ডুব সাঁতার,
হাত বাড়িয়ে হবে কি আমার।
মন সাগরে দাও ডুব সাঁতার,
হাত বাড়িয়ে পাবে কি আমায়।
হাসির ওই মিষ্টি মায়াতে,
সুখ আসে ভেলায় ভেসে।
ইচ্ছে করে উড়ে যেতে,
মন পাড়ার দূর আকাশে।
বুঝিনা আমার হলো কি,
চারপাশে তোমাকেই দেখি।
খুজিনা আর কিছু আমি,
তোমাতেই যেনো ডুবে থাকি।
মন সাগরে দাও ডুব সাঁতার,
হাত বাড়িয়ে হবে কি আমার।
মন সাগরে দাও ডুব সাঁতার,
হাত বাড়িয়ে পাবে কি আমায়।
0 Response to "Doob Satar Lyrics-(ডুব সাঁতার)-by FAHAD-Afran Nisho & Tanjin Tisha-latest Lyrics Update"
Post a Comment