Ki Manush Banaila Bhobe Lyrics-GullyBoy Rana-Tabib Mahmud-G.M.Ashraf
Ki Manush Banaila Bhobe (4K)| GullyBoy Rana | Tabib Mahmud | G. M. Ashraf | Bangla New Rap Song 2020 - Tabib Mahmud, GullyBoy Rana & G. M. Ashraf Lyrics

Song
|
Ki Manush Banaila
Bhobe
|
Singer
|
Tabib
Mahmud,GullyBoy Rana & G.M.Ashraf
|
Lyric & Tune
|
Tabib Mahmud
|
Music
|
Subhro Raha (L.M.G
Beats)
|
Label
|
Quantize Music Group
|
কী মানুষ বানাইলা ভবে
জানেনা কাল কী হবে
তবু ভাবে সারাক্ষণ রে দয়াল
যেনো সে বাচবে আজীবন
আজীবন বাচবে কতকিছু করবে
বাড়ি নাড়ি আহা কতদেশ ঘুরবে
কত রাত জেগে তারা কতকিছু ভাববে
প্রাণ পাখি উড়ে গেলে দেহখানা পচবে
একদিন বুঝবে সেই বুঝে লাভ নাই
মারা গেলে মানুষের ছিটেফোঁটা দাম নাই
গাড়ি বাড়ি পরে রবে থাকবে না মহাজন
এইটাই জীবনের চিরচেনা আচরন
কেনো এত চিন্তা এটা চাই ওটা চাই
কেনো এত টেনশন এটা নাই ওটা নাই
পৃথিবীর সম্পদ পৃথিবীতে পরে রয়
গত হয়ে যায় সব দুদিনের পরিচয়
মাটির দেহ ফের মাটি হয়ে যায় তারে
হা করে গিলে খায় কবরের গ্রাস সেতো
নিছক এক দাস জানে না কী হবে কাল
বদলায় সব কিছু সকাল বিকাল।
কী মানুষ বানাইলা ভবে
জানেনা কাল কী হবে
তবু ভাবে সারাক্ষণ রে দয়াল
যেনো সে বাচবে আজীবন
দুনিয়া দুই দিন সময় টা অল্প
এখানে জমা হয় জীবনের গল্প
জমিদারি বাহাদুরি ক্ষনিকের মঞ্চে
টাকা পেয়ে ভুলে যাই শেকড়ের শিল্প
সুখি হতে চায় মন সুখ কী জানে না
গুলশানে বাড়ি তাই আরকিছু লাগে না
দামি গাড়ি নারী পেয়ে হতাশায় মারা যায়
খ্যাতি ছাড়া মানুষেরা আর কিছু চিনে না
দূর থেকে মনে হয় সুন্দর সবকিছু
ছুটি তাই পিছু পিছু একাকার দিনরাত
ভাটির পানিরা কয় হায়রে মানব জাত
বাহিরটা পরিপাটি ভেতরে সদর ঘাট
আমাদের চোখ আছে তবু কিছু দেখি না
প্রকৃতির কাছ থেকে মোরা কেউ শিখি না
জীবনটা ক্ষণিকের বেমালুম ভুলে যাই
সুখি হতে গিয়ে মোরা হতাশায় ডুবে যাই
কী মানুষ বানাইলা ভবে
জানেনা কাল কী হবে
তবু ভাবে সারাক্ষণ রে দয়াল
যেনো সে বাচবে আজীবন
0 Response to "Ki Manush Banaila Bhobe Lyrics-GullyBoy Rana-Tabib Mahmud-G.M.Ashraf"
Post a Comment