NEI LYRICS-(নেই)-MINAR-Latest Lyrics Update
MINAR - Nei (নেই) | Mishu Sabbir | Tasnia Farin | Tamim Mridha | Video Song | Bangla Song 2020 - MINAR Lyrics

Song
|
Nei
|
Tune
|
Nazir Mahamud
|
Singer
|
Minar Rahman
|
Lyricist
|
Mehedi Hasan Limon
|
Music
|
Musfiq Litu
|
এই শহরে জোনাকি নেই
সন্ধ্যে হয় হলুদ নিয়নে
এই আঁধারে আলো নেই
ভুলের চিঠি আসে পিওনে।
কিছু স্মৃতি আজও আপন
কিছু ব্যাথা খুবই গোপন
কিছু ছবি থাকে নিরালে
কিছু কথা কাঁদে আড়ালে
কিছু কথা কাঁদে আড়ালে।
অবাক চোখের অবাক জলে
নীরব কষ্ট গুলো ঝরে
তুমি আমি এক মলাটে
তবু আছি অনেক দূরে।
কিছু স্মৃতি আজও আপন
কিছু ব্যাথা খুবই গোপন
কিছু ছবি থাকে নিরালে
কিছু কথা কাঁদে আড়ালে
কিছু কথা কাঁদে আড়ালে।
সময়ের ঋণ বাড়ছে দিন দিন
ভুলে গেলে সব পিছুটান
দ্বিধার আগুনে অভিমান
তুমি আমি এটাই ব্যবধান।
কিছু স্মৃতি আজও আপন
কিছু ব্যাথা খুবই গোপন
কিছু ছবি থাকে নিরালে
কিছু কথা কাঁদে আড়ালে
কিছু কথা কাঁদে আড়ালে।
সন্ধ্যে হয় হলুদ নিয়নে
এই আঁধারে আলো নেই
ভুলের চিঠি আসে পিওনে।
কিছু স্মৃতি আজও আপন
কিছু ব্যাথা খুবই গোপন
কিছু ছবি থাকে নিরালে
কিছু কথা কাঁদে আড়ালে
কিছু কথা কাঁদে আড়ালে।
অবাক চোখের অবাক জলে
নীরব কষ্ট গুলো ঝরে
তুমি আমি এক মলাটে
তবু আছি অনেক দূরে।
কিছু স্মৃতি আজও আপন
কিছু ব্যাথা খুবই গোপন
কিছু ছবি থাকে নিরালে
কিছু কথা কাঁদে আড়ালে
কিছু কথা কাঁদে আড়ালে।
সময়ের ঋণ বাড়ছে দিন দিন
ভুলে গেলে সব পিছুটান
দ্বিধার আগুনে অভিমান
তুমি আমি এটাই ব্যবধান।
কিছু স্মৃতি আজও আপন
কিছু ব্যাথা খুবই গোপন
কিছু ছবি থাকে নিরালে
কিছু কথা কাঁদে আড়ালে
কিছু কথা কাঁদে আড়ালে।
0 Response to "NEI LYRICS-(নেই)-MINAR-Latest Lyrics Update"
Post a Comment