Tumi Thako Joto Dure Lyrics-(তুমি থাকো যত দূরে)-AP Shuvo-Latest Lyrics Update
Tumi Thako Joto Dure | OST of Shishir Bindu | AP Shuvo | Apurba | Tanjin Tisha - AP Shuvo Lyrics

|
মন দু হাত পাতে, দিনে রাতে
থাকতে তোমার সাথে,
শত অজুহাতে।
তুমি থাকো যত দূরে
আছো আমার ভাবনা জুড়ে,
তুমি জরুরী তাই,
তোমাতে এতটা চাই।
দুজনে পাড়ি দেবো প্রেমের সিন্ধু,
একদিন মিলে যাবে শিশির বিন্দু।
আমি বালি, তুমি নদী
তোমাতে মিশে থাকি নিরবদি,
তুমি আমার অর্ধেক,
তোমায় নিয়ে সাজাই পৃথিবী আর এক।
তুমি থাকো যত দূরে
আছো আমার ভাবনা জুড়ে,
তুমি জরুরী তাই,
তোমাতে এতটা চাই।
দুজনে পাড়ি দেবো প্রেমের সিন্ধু,
একদিন মিলে যাবে শিশিরবিন্দু।
থাকতে তোমার সাথে,
শত অজুহাতে।
তুমি থাকো যত দূরে
আছো আমার ভাবনা জুড়ে,
তুমি জরুরী তাই,
তোমাতে এতটা চাই।
দুজনে পাড়ি দেবো প্রেমের সিন্ধু,
একদিন মিলে যাবে শিশির বিন্দু।
আমি বালি, তুমি নদী
তোমাতে মিশে থাকি নিরবদি,
তুমি আমার অর্ধেক,
তোমায় নিয়ে সাজাই পৃথিবী আর এক।
তুমি থাকো যত দূরে
আছো আমার ভাবনা জুড়ে,
তুমি জরুরী তাই,
তোমাতে এতটা চাই।
দুজনে পাড়ি দেবো প্রেমের সিন্ধু,
একদিন মিলে যাবে শিশিরবিন্দু।
0 Response to "Tumi Thako Joto Dure Lyrics-(তুমি থাকো যত দূরে)-AP Shuvo-Latest Lyrics Update"
Post a Comment