Tumi Thako Kotodure Lyrics-MINAR-Afran Nisho-Latest Lyrics Update
Tumi Thako Kotodure | তুমি থাকো কতদূরে | MINAR | Afran Nisho | Mehazabien | Protidin | New Song 2020 - MINAR Lyrics

Song
|
Tumi Thako Kotodure
|
Drama
|
Minar Rahman
|
Singer
|
|
Lyrics
|
Mehedi Hasan Limon
|
Label
|
Central Music and
Video [CMV]
|
তুমি থাকো কতদূরে
তবু তোমার নাম ধরে,
আমার দিন কেটে যায়।
আবার ভোর হয়ে যায়
ফোটে নতুন আলো,
কীভাবে থাকি বলো?
একলা একা, বুকটা ফাঁকা।
তুমি ছাড়া, আমি একা
নেই ভালো,
তুমি ছাড়া, একা কী করে
থাকি বলো।
স্বভাব তোমার বদলে যাবে
এটাই ছিল হওয়ার,
স্মৃতির ব্যথা সইছি একা
দোষ কি আমার একার?
কত আলোর মশাল চারপাশ
আমার আকাশ অন্ধকার,
শত নীরবতা সঙ্গী করে
কাঁদে বুকে হাহাকার।
তুমি ছাড়া, আমি একা
নেই ভালো,
তুমি ছাড়া, একা কী করে
থাকি বলো।
শত নির্ঘুম রাত কেটে যায়
কষ্ট বুকে ধরে,
ভেতরের আর্তনাদ
তুমি বুঝবে বলো, কী করে?
কত আলোর মশাল চারপাশ
আমার আকাশ অন্ধকার,
শত নীরবতা সঙ্গী করে
কাঁদে বুকে হাহাকার..
তারা রা রা রা.রারা রারা.
তুমি ছাড়া, আমি একা
নেই ভালো,
তুমি ছাড়া, একা কী করে
থাকি বলো।
0 Response to "Tumi Thako Kotodure Lyrics-MINAR-Afran Nisho-Latest Lyrics Update"
Post a Comment