Ads here

BERA JAAL LYRICS-বেড়া জাল-Ishan Mitra-Montu Pilot

Bera Jaal (বেড়া জাল) | Montu Pilot | Sourav, Solanki | Ishan Mitra | Debaloy Bhattacharya | hoichoi - Ishan Mitra Lyrics




Song
Bera Jaal
Singer
Ishan Mitra
Lyrics
Debaloy Bhattacharya
Music
Amit - Ishan
Label
Hoichoi

একটা মানুষ ছিল গল্প ভরা
একলা শেষের সারিতে,
একলা মানুষ কিছু অল্প তারা
কাঁদতো রাতের বাড়িতে।

তার ছেঁড়া তার নৌকোর হাহাকার
বালুচর ঘুরে মরেছে,
তার বেড়াজাল বারবার ছুঁয়ে নোনাজল
জানলা জুড়ে পুড়েছে।

সূর্য হারা রাতে,
শিকল হাতে আকাশ খুঁজোনা
এ আঁধার রাতের তরণী,
যে পার করোনি এ পথ অজানা।

থেমোনা এ রাতে জোছনা কাঁদে
জেগোনা জেগেছে মোহনায়,
আজ বাঁচতে চাইছে কেউ কি অবেলায়

আগুনে ফাগুন বুনেছে,
আজ বাঁচতে চাইছে কেউ কি মহাকাশ
পাঁজরে জাহাজ এঁকেছে,

সূর্য হারা রাতে,
শিকল হাতে আকাশ খুঁজো না,
এ আঁধার রাতের তরণী
যে পার করনি এ পথ অজানা।


0 Response to "BERA JAAL LYRICS-বেড়া জাল-Ishan Mitra-Montu Pilot"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles