Jodi Kokhono Lyrics-যদি কখনো-Samz Vai-Bangla Song
Jodi Kokhono | যদি কখনো | Samz Vai | DJ Alvee | Bangla New Song 2020 | Official Music Video - Samz Vai Lyrics
Song |
Jodi Kokhono |
Singer |
Samz Vai |
Lyrics |
Samz Vai |
Music |
DJ Alvee |
Label |
G-Series |
যারে দেখিলে এ মন যায় ভরে
সে কী করে লুকিয়ে থাকে গো দূরে,
আমার বুক চাপা কান্না
সে তো আর দেখে না
মায়া কী সে বুঝবে কী করে।
যদি আমি বিনে তোমার মনে
সুখ বয়ে যায়,
তবে আমার সুখের আলো ক্যান
তোমারও ছায়ায়?
আমি ভালো কী বেসেছিলাম
তোমারেই দেখার তরে,
কিছু প্রশ্ন রহিল জমা তোমারই খামে,
বলো কে করিবে কারে ক্ষমা নিজেরই নামে
কেন আমারই বেলায় এমন হবে ?
যদি কখনো তোমারও
আমারই কথা মনে পড়ে যায়,
আসিও ফিরিয়া আবার
সখী তুমি নির্দ্বিধায়।
তুমি কথা দিয়েছিলে
কখনো ছেড়ে যাবেনা,
সেই কথা কি মনে পড়েনা?
তুমি শুনবে না কারো কথা
এই আমি বিনা,
ভুলে গেলে কি সব বাহানা?
কে করে আনমনে তোমারও সনে
মধুময় আলাপন?
কার সে ছোঁয়াতে পড়ে গেলে মায়াতে
কে নিল আমারই স্বপন?
যদি কখনো তোমারও
আমারই কথা মনে পড়ে যায়,
আসিও ফিরিয়া আবার
সখী তুমি নির্দ্বিধায়।
0 Response to "Jodi Kokhono Lyrics-যদি কখনো-Samz Vai-Bangla Song"
Post a Comment