Jontrona Lyrics-যন্ত্রনা -Mohon Sharif-Bangla Song
Jontrona | Nodorai | Mohon Sharif | Bangla Movie Song 2019 (Official Soundtrack) - Mohon Sharif Lyrics
Song
|
Jontrona
|
Band
|
Mohon Sharif
|
Lyrics
|
Mohon Sharif
|
Music
|
Mohon Sharif
|
Label
|
Show Motion
Entertainment
|
আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয়
আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে,
আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয়
আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে,
দিনের শুরু থেকে
ভাবি শুধু তোমায় নিয়ে
মনে তবু এক কঠিন যন্ত্রণার অন্ত নেই।
মন থেকে কী করে
ভুলে যাব তোমার এ ছবি?
এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে
যন্ত্রণার অন্ত নেই
যন্ত্রণার অন্ত নেই..!
আজও কেন যেন লাগে
এখনো সব কিছুই যে
শেষ হয়নি এখনও বাকি
আজও কেন যেন লাগে,
এখনো সব কিছুই যে
শেষ হয়নি এখনও বাকি,
কেন তোমার কথা এখনও কানে বাজে?
না বলা কথা গুলো রয়ে গেলো ..
অসমাপ্ত।..
মন থেকে কী করে
ভুলে যাব তোমার ছবি?
এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে,
যন্ত্রণার অন্ত নেই,
যন্ত্রণার অন্ত নেই ....!
0 Response to "Jontrona Lyrics-যন্ত্রনা -Mohon Sharif-Bangla Song"
Post a Comment