Dishey Hara Mon Lyrics-Armaan Malik-bangla Song
Dishey Hara Mon - Full Video | Shrestha Bangali | Riju | Armaan Malik | Monty Sharma - Armaan Malik Lyrics
Armaan Malik New Song "Dishey Hara Mon". Dishey Hara Mon. Song Is Latest Bangla Song's Presented by Zee Music Bangla. And Music by Monty Sharma. Song' Lyrics Writing by Lipi.
Song |
Dishey Hara Mon |
Singer |
Armaan Malik |
Lyrics |
Lipi |
Music |
Monty Sharma |
Label |
Zee Music Bangla |
দিশেহারা মন যখন তখন
খুঁজে নেয় অজানা কোন,
ভাষা তার ভালোবাসায়
গান হয়ে যায়।
বেবাগী নীল কোনো পাখি
করে যে ডাকাডাকি,
কী করে উড়বে এ মন
বাঁধা পাখনায়।
দিশেহারা মন যখন তখন
খুঁজে নেয় অজানা কোন,
ভাষা তার ভালোবাসায়
গান হয়ে যায়।
ভেজা পথ, কাঁটা রথ
চোরাবালি এ বালিময়,
চোখে ভয়, কী হয় হয়
খোঁজে নিজের পরিচয়।
খেয়ালী মন চলে একা
যদি তার পায় গো দেখা,
কাগজে স্বপ্ন যত নিজেই মুছে যায় ..
শত ফুল, করে ভুল
অগোচরেই ঝরে যায়,
এক ঝড়ে, পাল ছেঁড়ে
কূল তার ভেসে যায়।
গোধূলি কোণের আলো
কী করে লাগবে ভালো,
আগুনে যার বার বার
ঘর পুড়ে যায় ...!
0 Response to "Dishey Hara Mon Lyrics-Armaan Malik-bangla Song"
Post a Comment