Ads here

DUGGA ELO LYRICS-(দুগ্গা এল)-Akriti Kakar | Debanjali Puja Bangla Song

Dugga Elo (দুগ্গা এল)| Priyanka Sarkar | Akriti Kakar | Ajay S | Baba Yadav | Joy Personal Care |SVF - Akriti Kakar, Debanjali B Joshi Lyrics


Akriti Kakar, Debanjali B Joshi New Bangla Song "Dugga Elo". Dugga Elo Song Is Latest Bangla Song Presented by SVF. And Music by Ajay Singha. Song Lyrics Writing by Rajib Chakraborty.

♫ SONG CREDITS ♫

Song

Dugga Elo

Singer

Akriti Kakar, Debanjali B Joshi

Lyrics

Rajib Chakraborty

Music

Ajay Singha

Label

SVF

DUGGA ELO LYRICS-(দুগ্গা এল)

কথন :
সময় যত অচেনা হোক
উৎসবের পরশ লাগুক প্রাণে,
আলোয় আলোময় হয়ে উঠুক রূপ-লাবণ্য
এতটুকু আঁধার যেন না থাকে মনে,
মায়ের আশীর্বাদে তো সবার অধিকার
তাই সময় যতই অচেনা হোক
উৎসবের পরশ লাগবেই প্রাণে।

গান:
শিউলি ফুলের নোলক দেবো
দেবো কাঁচের চুড়ি,
খোঁপায় আমি বেঁধে দেবো
হলুদ সোনাঝুরী।
নুপুর দেব ঝুমকো লতার
কলকা পাড়ের শাড়ি,
শালুক ফুলের মেঘ মুলুকে
হাওয়ায় টানে গাড়ি।

ও কাশফুলের ঐ দুধ সাদা রং
আকাশ বুঝি সাজে,
অন্ধকারের রাত পেরিয়ে
আলোয় বাঁশি বাজে ..

দুগ্গা এলো দুগ্গা এলো
মন লাগেনা রে,
বুকের ভেতর ঢ্যাংকুরাকুর
বাদ্যি বাজে রে,
দুগ্গা এলো, দুগ্গা এলো
দুগ্গা এলো, দুগ্গা এলো ..

মা যে আমার দশভূজা
আগলে রাখে সব
ধনধান্যে পুষ্পে এবার সাজাবো উৎসব।

হাজার বিপদ ঘনিয়ে এলে
করবো না আর ভয়,
সবাই মিলে বলো এবার
দুগ্গা মায়ের জয়,
সব ভালো হোক দুহাত পেতে
মায়ের কাছে চাই,
আশ্বিনের এই শারদ প্রাতে
আনন্দ গান গাই ...

দুগ্গা এলো দুগ্গা এলো
মন লাগেনা রে,
বুকের ভেতর ঢ্যাংকুরাকুর
বাদ্যি বাজে রে,
দুগ্গা এলো দুগ্গা এলো
দুগ্গা এলো দুগ্গা এলো ..!

অঞ্জলী আর সন্ধি পুজো
পঞ্চ প্রদীপ জ্বালো,
ত্রি-নয়নি মাগো তুমি
ভুবন জোড়া আলো।

আর যেওনা মাগো তুমি
থাকো সবার ঘরে,
অসুখবিনাশে যেন দূর্গা বসত করে।

সব ভালো হোক দুহাত পেতে
মায়ের কাছে চাই,
আশ্বিনের এই শারদ প্রাতে
আনন্দ গান গাই ...!

দুগ্গা এলো দুগ্গা এলো
মন লাগেনা রে,
বুকের ভেতর ঢ্যাংকুরাকুর
বাদ্যি বাজে রে,
দুগ্গা এলো দুগ্গা এলো
দুগ্গা এলো দুগ্গা এলো ..!!!


Audio Download Click Here


0 Response to "DUGGA ELO LYRICS-(দুগ্গা এল)-Akriti Kakar | Debanjali Puja Bangla Song"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles