Just Songey Thak Lyrics-Pujor Shera Prem-The Bong Studio Originals-Bangla Song
Just Songey Thak | Full Video Song | Krish Bose | The Bong Studio Originals - Lyrics
![](https://img.youtube.com/vi/zEO25qTNMh4/maxresdefault.jpg)
Pratik Kundu, Sudeshna Das, Pijush Das, Hafiza Sultana, Riishav & Shaoni Shome. Song "Songey Thak". Songey Thak Song Is Latest Bangla Song. Presented by The Bong Media. And Music by Pijush Das. Song' Lyrics Writing by Pijush Das.
Song : Songey Thak.Singers : Pratik Kundu, Sudeshna Das, Pijush Das,
Hafiza Sultana, Riishav & Shaoni Shome.
Music & Lyrics : Pijush Das.
Producer : The Bong Media.
Label : The Bong Studio.
চাইলে তুই, গাইলে গান তোকেই শোনাবো
হাত ধরে, রাত ভোরে শহর ঘোরাবো।
জানিস আমার বেসামাল হয়েই আছে মন
এই সময় তুই আমার ভীষণ প্রয়োজন।
এই মনের অবস্থা আর কি বলি
দিতে চায় On Point-এ অঞ্জলি ,
বারেবারে ছুটে চলে যায় তোর গলির দিকে
কোন কথা মানে না।
তোর সাথে অনেকটা পথ চলতে চাই
Then কানে কানে ভালোবাসি বলতে চাই
শুধু আবদার একটাই যা কিছুই হয়ে যাক।
Just সঙ্গে থাক,
সব যন্ত্রণা কমে যাবে
সঙ্গে থাক,
এইবার পুজো জমে যাবে,
সঙ্গে থাক, সঙ্গে থাক
আজ আমার।
Just সঙ্গে থাক
মাঝরাতে কথা বলা যাবে
সঙ্গে থাক, এইবার পুজো জমে যাবে
সঙ্গে থাক, সঙ্গে থাক আজ আমার
সঙ্গে থাক।
ডাকনামেরা কপালে থাকে না সবার
কথারা ফুরিয়ে গেলে
থেকে যায় স্মৃতিরা হাজার।
এসবের মানে, তারাই তো জানে আজকাল
নিজেদের ঠিক ভুলে,
ভালো ছিল যারা গতকাল।
কাঠবেড়ালিরা ক্যাডবেরিতেই খুশি
গাল গুলো দেখো পুরো যেনো ফুলটুসি,
আর আব-ভাব রংচঙে রূপসীর মত
নাগাল পাওয়া দায়।
পুজো আসছে এইটাই তো ভালোলাগা
এসে গেলে দশমীর পথ চেয়ে থাকা,
তাই আবদার একটাই যা কিছুই হয়ে যাক ..
Just সঙ্গে থাক
সব যন্ত্রণা কমে যাবে,
সঙ্গে থাক এইবার পুজো জমে যাবে
সঙ্গে থাক সঙ্গে থাক আজ আমার ..
Just সঙ্গে থাক
মাঝ রাতে কথা বলা যাবে
সঙ্গে থাক এইবার পুজো জমে যাবে
সঙ্গে থাক সঙ্গে থাক আজ আমার।
0 Response to "Just Songey Thak Lyrics-Pujor Shera Prem-The Bong Studio Originals-Bangla Song"
Post a Comment