Rongpencil Lyrics-(রংপেন্সিল)Koushik Chakraborty-Bangla Song
Rongpencil | Official Video | Koushik Chakraborty | Antara | Jash Chakraborty - Koushik Chakraborty Lyrics
Koushik Chakraborty New Song "Rongpencil". Rongpencil. Song Is Latest Bangla Song's Presented by Asha Audio. And Music by Koushik Chakraborty. Song' Lyrics Writing by Jash Chakraborty.
Song |
Rongpencil |
Singer |
Koushik Chakraborty
& Antara Das |
Lyrics |
Jash Chakraborty |
Music |
Koushik Chakraborty |
Label |
Asha Audio |
গান :
লুকিয়ে রাখলি তুই জল
একবার গিয়ে দেখি চল,
নদীর শরীরে মিশেছে
কোন ভোরের আলসেমি।
তুলি রঙপেন্সিল টানে
বদলেছে আজ যত মানে,
পাইনি খুঁজে অভিধানে
তোর যতো পাগলামি।
লুকিয়ে রাখলি তুই জল...
কথন :
তুলি রঙপেন্সিল টানে
বদলেছে আজ যত মানে,
পাইনি খুঁজে অভিধানে
তোর যতো পাগলামি।
চুপকথা গেছে দিন কেটে
রামধনু ভেজে তোর ঠোঁটে,
ভুলেছি তোর গোধূলিতে
তেপান্তরের মাঠ।
রাখিনি তো লিখে কোনদিন
কোন গলির শেষে অন্তহীন,
ভিড় ঠাসা যানজটে
অগোছালো পথ ঘাট।
গান :
সাদা কালো যতো আছে বাড়ি
আঙুলেতে লেগে থাকা আড়ি,
কোন বাড়ি কোন ঘরে থাকিস
কোথায় তোর পাততাড়ি।
(হম, কোথায় তোর পাততাড়ি)
সব কিছু ফিকে হওয়ার আগে
যোগ গুন্ বিয়োগ আর ভাগে,
জানবে কি কেউ কোনোদিনও
কেন এতো বাড়াবাড়ি।
(বল, কেন এতো বাড়াবাড়ি)
গল্পেরা লিখে দিলো কথা
কথা আনে আরও কতো কথা,
উল্টো হিসেবী ক্যানভাসে
চুপচাপ নীরবতা ...!
মুখে তোর নেমে আসে চুল
জটিল অঙ্কে যত ভুল,
অভ্যেস রেখে পিছুটানে
ডুবেছে সময়ের খাতা।
কথন :
হিমভোর ঘুমে থাকা মন
তোকে ছুঁয়ে জ্যামিতির কোন
দিচ্ছি পাহারা ছায়াঘন ব্যস্ত সমুদ্দুরে।
ভিজে যায় চোখের কাজল
নেই তবু কোনো হেলদোল
আবছায়া নৌকোর সারি
নয় তারা খুব দূরে।
লুকিয়ে রাখলি তুই জল
একবার গিয়ে দেখি চল,
নদীর শরীরে মিশেছে
কোন ভোরের আলসেমি।
গান:
তুলি রঙপেন্সিল টানে
বদলেছে আজ যত মানে,
পাইনি খুঁজে অভিধানে
তোর যতো পাগলামি।
লুকিয়ে রাখলি তুই জল...!
0 Response to "Rongpencil Lyrics-(রংপেন্সিল)Koushik Chakraborty-Bangla Song"
Post a Comment