Amader Kothagulo Lyrics-Cheeni-Somalata Acharyya-Bangla Song Lyrics
Amader Kothagulo | Cheeni | Somlata | Aparajita | Madhumita | Prasen | Amit-Ishan | Mainak |SVF - Somlata Acharyya Lyrics

Kolkata Bangla Movie "Cheeni" New Song "Amader Kothagulo" New Bangla Song "Amader Kothagulo" Singer by Somlata Acharyya Chowdhury. Lyrics by Prasen. Music By Prasen. Presented by SVF.
Song |
Tomar Chokher Shitolpati |
Singer |
Somlata Acharyya Chowdhury |
Lyrics |
Prasen |
Music |
Prasen |
Label |
SVF |
আমাদের কথা গুলো
এই দেখোনা মিলে গেল,
আমাদের ব্যথা গুলো
কোথায় মিলিয়ে গেল।
না না নানা না না,
আমাদের কথাগুলো
এই দেখোনা মিলে গেল,
আমাদের ব্যথাগুলো
কোথায় মিলিয়ে গেল।
অযথাই, আবেশে
তোমাকে ভালো না বেসে,
খামোখাই, ফিরে যাই
তোমারই নিরুদ্দেশে।
আমি আজ ঘরে ফিরবো কি ফিরবো না
জানিয়ে দাও আমায়,
আজ লাস্ট ট্রেন ধরবো কি ধরবো না
জানিয়ে দাও আমায়।
না না নানা না না,
ও মায়াবী কন্যে
তোমার তোমারই জন্যে,
এই পোড়া অরণ্যে এসেই যখন পড়েছি।
তোমাকেও নিয়ে যাবো
তোমাকেও পাল্টে দেবো,
তুমি অচেনা বিষম খাবে
আমি এসেই যখন পড়েছি।
ও মায়াবী কন্যে
শুধু তোমার তোমারই জন্যে,
এই পোড়া অরণ্যে এসেই যখন পড়েছি।
তোমাকেও নিয়ে যাবো
তোমাকেও পাল্টে দেবো,
তুমি অচেনা বিষম খাবে
আমি এসেই যখন পড়েছি।
অযথাই, আবেশে
তোমাকে ভালো না বেসে,
খামোখাই, ফিরে যাই
তোমারই নিরুদ্দেশে।
আমি আজ ঘরে ফিরবো কি ফিরবো না
জানিয়ে দাও আমায়,
আজ লাস্ট ট্রেন ধরবো কি ধরবো না
জানিয়ে দাও আমায়।
না না নানা না না ...!!!
0 Response to "Amader Kothagulo Lyrics-Cheeni-Somalata Acharyya-Bangla Song Lyrics"
Post a Comment