CHUPI CHUPI LYRICS-চুপি চুপি-Habib Wahid-Bangla Song Lyrics
Habib Wahid - Chupi Chupi - (Official Audio 2020) - Habib Wahid Lyrics

Habib Wahid. New Song "Chupi Chupi" New Bangla Song "Chupi Chupi" Lyrics by Mir Shariful Karim Srabon. Music By Habib Wahid. Presented by Habib Wahid.
Song |
Chupi Chupi |
Singer |
Habib Wahid |
Lyrics |
Mir Shariful Karim Srabon |
Music |
Habib Wahid |
Label |
Habib Wahid |
চুপি চুপি তুমি কাছে ডাকো এমন
ও.. আমি ছুটে আসি তোমার কাছে তখন,
দেখো আকাশ পথে মেঘেরা সাজে
ঝিরি ঝিরি হাওয়া যে ডাকে।
শোনো পাখি গুলো ডেকে যায়
কি জানি কি বলে যায়,
সেই সুর কানে কি বাজে?
তুমি এ মনে জ্বেলেছো আলো
এ জীবন লাগে যে ভালো,
দিন গুলো হেসে যায় কার যেন ইশারায়
তুমি যে আমার এমনই আপন,
ধীরে ধীরে তুমি যাদু করো এমন
ও.. ঘুম চুরি করে রয়েছো জুড়ে স্বপন,
দেখো সাগর পাড়ে ঢেউ যে নাচে
ঝড়ো ঝড়ো হাওয়া যে বহে।
শোনো ভালোবাসা ডেকে যায়
কি মায়ায় ছুঁয়ে যায়,
সে মায়া প্রাণে কি লাগে ?
তুমি এ মনে জ্বেলেছো আলো
এ জীবন লাগে যে ভালো,
তুমি যে আমার এমনই আপন...!!!
0 Response to "CHUPI CHUPI LYRICS-চুপি চুপি-Habib Wahid-Bangla Song Lyrics"
Post a Comment