NIYOTI LYRICS-Mahtim Shakib-Bangla Song Lyrics
NIYOTI | MAHTIM SHAKIB | SYED NAFIS - Mahtim Shakib Lyrics

Mahtim Shakib New Song "Niyoti" New Bangla Song "Niyoti" Lyrics by Mahtim Shakib. Music By Syed Nafis. Presented by Mahtim Shakib.
Song |
Niyoti |
Singer |
Mahtim Shakib |
Lyrics |
Mahtim Shakib |
Music |
Syed Nafis |
Label |
Mahtim Shakib |
চলছে জীবন, ধরাবাঁধা নিয়মে!!!
আসে দিন, আসে রাত ক্রমে ক্রমে,
চলছে জীবন, ধরাবাঁধা নিয়মে
আসে দিন, আসে রাত ক্রমে ক্রমে।
সময় স্রোতে হারিয়ে যাওয়া
কোনো এক চেনা মুখ
মনে পড়ে যায় থেকে থেকে,
ফিরে পেতে সে সময়
এক দীর্ঘ শ্বাস,
কেনো বুকের খাঁচা পুষে রাখে,
পারবে কি ফিরিয়ে দিতে
সে হাসি, সে অনুভুতি?
বলো পারবে কি নিয়তি?
কান্না হাসি, খুনসুটি
এ আমার হারানো স্মৃতি
বলো পারবে কি নিয়তি?
বলো পারবে কি নিয়তি?
পেরিয়ে হাজার পথ
আমি যে এক পথিক,
হাজারের মাঝেও আমি একা
হারিয়ে দিক-বেদিক।
তোমার ডায়রির প্রতিটি লেখায়
প্রতিটি পাতায়
তোমার সেই সুবাস পাই আবার,
বলবো তোমায়, গল্প আর্তনাদের
তোমায় হারাবার ..!!
পারবে কি ফিরিয়ে দিতে
সে হাসি, সে অনুভুতি?
বলো পারবে কি নিয়তি?
কান্না হাসি, খুনসুটি
এ আমার হারানো স্মৃতি
বলো পারবে কি নিয়তি?
বলো পারবে কি নিয়তি?
0 Response to "NIYOTI LYRICS-Mahtim Shakib-Bangla Song Lyrics"
Post a Comment