Bhalobeshe Je Bhule Jay Lyrics - ভালোবেসে যে ভুলে যায় - Imran Mahmudul & Puja
Bhalobeshe Je Bhule Jay | Imran Mahmudul | Puja | Muhammad Milon | Nadia | Bangla New Song 2021 Imran Mahmudul & Puja Lyrics
Imran Mahmudul & Puja. New Song "Bhalobeshe Je Bhule Jay" New Bangla Song "Bhalobeshe Je Bhule Jay" Lyrics by Mehedi Hasan Limon. Music By MMP Rony. Presented by Dhruba Music Station.
♫ SONG CREDITS ♫
Song |
Bhalobeshe Je Bhule Jay |
Singer |
Imran Mahmudul & Puja |
Lyrics |
Mehedi Hasan Limon |
Music |
MMP Rony |
Label |
Dhruba Music Station |
ভালোবেসে যে ভুলে যায় বাংলা লিরিক্স
ভেবোনা ভালো থাকবে!!
তুমি আমাকে ছেড়ে,
কী হারালে, কী পেলে
বুঝবে ঠিকই পরে।
সেদিন খুঁজবে, হয়তো কাঁদবে
আমাকে ফিরে আর পাবে না,
ভালোবেসে যে ভুলে যায়
সে তো ভালোবাসে না,
ও, ভালোবেসে যে ভুলে যায়
সে তো ভালোবাসে না।।
চলে গেলে ঠিকই ভুলে
একবার কি দেখেছ ভেবে ?
আমার মতো এত বেশি
ভালোবাসা কে তোমায় দেবে ?
ভেতরের কষ্টগুলো
কখনো কেউ দেখেনা,
ভালোবেসে যে ভুলে যায়
সে তো ভালোবাসে না,
ও, ভালোবেসে যে ভুলে যায়
সে তো ভালোবাসে না।।
কত তারিখ চলে গেল
ক্যালেন্ডার হিসেব জানে না,
ফিরবে বলে আশায় থাকি
তোমার আর ফেরা হল না।
ভেতরের কষ্টগুলো
কখনো কেউ দেখেনা,
ভালোবেসে যে ভুলে যায়
সে তো ভালোবাসে না,
ও, ভালোবেসে যে ভুলে যায়
সে তো ভালোবাসে না...!!!
>সমাপ্ত<
0 Response to "Bhalobeshe Je Bhule Jay Lyrics - ভালোবেসে যে ভুলে যায় - Imran Mahmudul & Puja "
Post a Comment