Jodi Ekdin Lyrics-যদি একদিন-Imran Mahmudul And Anisha-Bangla Song Lyrics
Jodi Ekdin - যদি একদিন - Imran Mahmudul & Anisha - Robiul Islam Jibon - EXCLUSIVE Music Video 2021 - Imran Mahmudul & Anisha Lyrics

Imran Mahmudul & Anisha New Song "Jodi Ekdin" New Bangla Song "Jodi Ekdin" Lyrics by Robiul Islam Jibon. Music By Imran Mahmudul. Presented by Laser Vision.
Song |
Jodi Ekdin |
Singer |
Imran Mahmudul & Anisha |
Lyrics |
Robiul Islam Jibon |
Music |
Imran Mahmudul |
Label |
Laser Vision |
তুমি কি বুঝনা আমারি মাঝে,
তোমায় কতটা করেছি ধারণ।
তুমি কি বুঝনা তোমারি কাছে,
ছুটে আসার একটাই কারণ।
তুমি ভালোবাসা দিয়ে আমার,
এ হৃদয় ছুয়ে যাও যদি একদিন।
আমি পুড়ে যাব তোমার আকাশ,
যতই হোক না সীমাহীন।
তুমি ময় সপ্নে আজও ডুবে আছি,
ছায়া হয়ে থাকি খুব কাছাকাছি।
প্রথম দেখা থেকে হল সূচনা,
আধার থেকে হলো জোছনা।
তুমি জান কি তোমার পেয়ে
হয়েছি কবে বিলীন।
তুমি ভালোবাসা দিয়ে আমার,
এ হৃদয় ছুয়ে যাও যদি একদিন।
আমি পুড়ে যাব তোমার আকাশ,
যতই হোক না সীমাহীন।
প্রিয় সবগল্পে তুমি ছুয়ে থাক,
অনুভবে এসে রোজ কাছে ডাক।
দু'চোখ দিয়ে আকা তোরি সীমানা।
তুমি জান কি তোমার পথে,
আমি সপেছি হৃদয় গহীন।
তুমি ভালোবাসা দিয়ে আমার,
এ হৃদয় ছুয়ে যাও যদি একদিন।
আমি পুড়ে যাব তোমার আকাশ,
যতই হোক না সীমাহীন।!!
0 Response to "Jodi Ekdin Lyrics-যদি একদিন-Imran Mahmudul And Anisha-Bangla Song Lyrics"
Post a Comment