Mon Rage Anurage Lyrics-Souradipta Ghosh-Subhadristi Movie Song Cover
Mon Rage Anurage | Cover | Souradipta | Arnab | Jakir | Arghya | Aditya | Music Video 2021 - Souradipta Ghosh Lyrics

Kolkata Bangla Movie "Subhodristi" Song "Mon Rage Anurage" Bangla Song "Mon Rage Anurage" Singer by Shreya Ghoshal & Sonu Nigam. Lyrics by Priyo Chattopadhyay. Music By Jeet Gannguli. Presented by SVF Music. "Subhodristi" Kolkata Bangla Movie Song. "Mon Rage Anurage" Song Actor by Jeet And Koel Mallick. This Song Cover By Souradipta Ghosh. "Mon Rage Anurage" Cover Song Actor by Souradipta Ghosh And Pehu Sengupta.
Song |
Mon Rage Anurage (Cover Song ) |
Singer |
Souradipta Ghosh |
Lyrics |
Priyo Chattopadhyay |
Music |
Jeet Gannguli |
Label |
SVF Music |
মন রাগে অনুরাগে
আজ আরও কাছে ডাকে,
না যেও না
তুমি ছাড়া যে শূন্য লাগে।
প্রেম যদি কাছে ডাকে
মন দূরে কি গো থাকে,
ভুল বুঝোনা
তুমি ছাড়া কি ভালো লাগে?
তুমি ছাড়া যে শূন্য লাগে।।
আকাশ বোঝে পাখির ভালোবাসা
দিনের শেষে তবু ফিরে আসা,
ও.. রাতের পরে সকাল কাছে এলে
আবার পাখি ডানা যে দেয় মেলে।
ও রাত কাটে না
ঘুম আসে না,
চোখে স্বপ্ন তোমারই জাগে !!
মন রাগে অনুরাগে
আজ আরও কাছে ডাকে,
না যেও না
তুমি ছাড়া যে শূন্য লাগে,
তুমি ছাড়া কি ভালো লাগে।।
ফাগুন জানে কোকিল কেন ডাকে
ভ্রমর কেন ফুলের কাছে থাকে,
ও.. সাগর বোঝে নদী কেন চলে
স্রোতের সুরে সে কোন কথা বলে।
নদী মোহনায় এসে ধরা দেয়
যদি সাগর কাছেতে ডাকে !!
মন রাগে অনুরাগে
আজ আরও কাছে ডাকে,
না যেও না
তুমি ছাড়া যে শূন্য লাগে।
প্রেম যদি কাছে ডাকে
মন দূরে কি গো থাকে,
ভুল বুঝোনা
তুমি ছাড়া কি ভালো লাগে?
তুমি ছাড়া যে শূন্য লাগে,
তুমি ছাড়া কি ভালো লাগে?
তুমি ছাড়া যে শূন্য লাগে।!!
0 Response to "Mon Rage Anurage Lyrics-Souradipta Ghosh-Subhadristi Movie Song Cover"
Post a Comment