Takey Olpo Kachhe Dakchhi Lyrics-Prem Tame-Mahtim Shakib-Bangla Song
Takey Olpo Kachhe Dakchhi |Prem Tame |Mahtim Shakib |Soumya, Susmita,Sweta |Shibabrata |Anindya |SVF - Mahtim Shakib Lyrics

Kolkata Bangla Movie "Prem Tame" New Song "Takey Olpo Kachhe Dakchhi" New Bangla Song "Takey Olpo Kachhe Dakchhi" Singer by Mahtim Shakib. Lyrics by Shibabrata Biswas. Music By Shibabrata Biswas. Presented by SVF.
Song |
Takey Olpo Kachhe Dakchhi |
Singer |
Mahtim Shakib |
Lyrics |
Shibabrata Biswas |
Music |
Shibabrata Biswas |
Label |
SVF |
তাকে অল্প কাছে ডাকছি বাংলা লিরিক্স
তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি,
তবু অল্পেই হারাচ্ছি আবার।
তাকে ছোঁবো ছোঁবো ভাবছি
আর ছুঁয়েই পালাচ্ছি,
ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার।
অভিমান পিছু নাম
তাকে পিছু ফেরাও ,
তার কানে না যায় পিছু ডাক আমার
মুখ বুজেই তাকে ডাকছি আবার।
তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি,
তবু অল্পেই হারাচ্ছি আবার।
ফাঁকা বুক, চেনা সুখ
জানি ঘুম সে ভাঙাবেই,
ভেজা মন, বলি শোন
রাতভোর জাগতে নেই।
মুখচোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার
তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার।
তাকে আলতো গায়ে মাখছি
আর আঁকড়ে মুঠোয় ঢাকছি,
তবু মুঠো আলগা রাখছি আবার।
তাকে ছোঁবো ছোঁবো ভাবছি
আর ছুঁয়েই পালাচ্ছি,
ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার।
0 Response to "Takey Olpo Kachhe Dakchhi Lyrics-Prem Tame-Mahtim Shakib-Bangla Song"
Post a Comment