Aay Na Phire Aay Lyrics | আয় না ফিরে আয় | Abir Biswas | Bangla Song
Aay Na Phire Aay | Official Music Video | Abir Biswas | Abir-Sourav | New Bengali Song 2021 - Abir Biswas Lyrics
Abir Biswas, New Song "Aay Na Phire Aay" New Bangla Song "Aay Na Phire Aay" Lyrics by Abir-Sourav. Music By Abir-Sourav. Presented by AB Studios.
♫ SONG CREDITS ♫
Song |
Aay Na Phire Aay |
Singer |
Abir Biswas |
Lyrics |
Abir-Sourav |
Music |
Abir-Sourav |
Label |
AB Studios |
আয় না ফিরে আয় বাংলা লিরিক্স
কত ব্যেথা দিলি রে তুই আমার এ বুকে
কেন রে বল ফেললি আমায় এমন অসুখে,
মনে পড়ে আজও আমার তোর হাসি মুখ
ব্যথা দিয়ে এই হৃদয়ে তুই কি পেলি সুখ,
যদি জানতি রে তুই কত
তোকে আমি ভালোবাসি
তবে করতি না এ মিথ্যে অভিনয়,
আর পারছিনা ছেড়ে থাকতে তোকে
আয় না ফিরে আয়,
রাখবো তোকে যত্ন করে মনের পিঞ্জিরায়,
আমি পারছিনা ছেড়ে থাকতে তোকে ,
আয় না ফিরে আয়,
রাখবো তোকে যত্ন করে মনের পিঞ্জিরায়,
বেসেছিলাম ভালো তোকে নিজের চেয়েও বেশি
কেন রে বল করলি আমায় সবার কাছে দোষী ?
হো.. বেসেছিলাম ভালো তোকে নিজের চেয়েও বেশি,
কেন রে বল করলি আমায় সবার কাছে দোষী ?
তবু হাসির মাঝে লুকিয়ে আছে বুকের যন্ত্রণারা
ভাবতে পারিনা আজও কিছুই তোকে ছাড়া,
জানি ভুলবিনা তুই আমায়
আমি ভুলবোনা আর তোকে,
কেন মিথ্যে হলো প্রেমের পরিণয় ?
আর পারছিনা ছেড়ে থাকতে তোকে
আয় না ফিরে আয়,
রাখবো তোকে যত্ন করে মনের পিঞ্জিরায়,
আমি পারছিনা ছেড়ে থাকতে তোকে
আয় না ফিরে আয়,
রাখবো তোকে যত্ন করে মনের পিঞ্জিরায়...!!!
>সমাপ্ত<
0 Response to "Aay Na Phire Aay Lyrics | আয় না ফিরে আয় | Abir Biswas | Bangla Song"
Post a Comment