Alo Lyrics | আলো | Imran Mahmudul And Poni Chakma | Bangla Song
Alo | আলো | IMRAN | PONI CHAKMA | Keya Payel | Official Music Video | New Bangla Song 2021 - Imran Mahmudul And Poni Chakma Lyrics
Imran Mahmudul & Poni Chakma, New Song "Alo" New Bangla Song "Alo" Lyrics by Robiul Islam Jibon. Music By Imran Mahmudul. Presented by Central Music and Video [CMV].
♫ SONG CREDITS ♫
Song |
Alo |
Singer |
Imran Mahmudul & Poni Chakma |
Lyrics |
Robiul Islam Jibon |
Music |
Imran Mahmudul |
Label |
Central Music and Video [CMV] |
আলো বাংলা লিরিক্স
তুমি নামের স্বপ্ন গুলো
আমার মনের আকাশ ছুঁলো,
তুমি নামের স্বপ্ন গুলো
আমার মনের আকাশ ছুঁলো,
গল্প রাতে মন হারালো
কল্পনাতে সুখ ছড়ালো,
ও. গল্প রাতে মন হারালো
কল্পনাতে সুখ ছড়ালো,
আমি জানি আমায় তুমি বসবে ভালো
আমি জানি আমার ঘরে আসবে আলো,
দু'চোখে তোমায় আঁকি
হৃদয়ে তোমায় রাখি,
তুমি তো জাদুর আয়না,
বেঁধেছো মায়ার ডোরে
থাকি যে তোমার ঘরে,
কিছুতে ভোলা যায় না,
যত দূরে আমি যাই
তোমাকে খুঁজে পাই,
তোমাতে প্রাণ জোড়ালো,
আমি জানি আমায় তুমি বসবে ভালো
আমি জানি আমার ঘরে আসবে আলো,
হয়েছি আমি রাজি, ধরেছি জীবন বাজি
করি যে তোমার সাধনা,
মনের এ মনিকোঠায়, প্রেমেরই রঙিন সুতায়
আমাকে তুমি বাঁধোনা,
যত দূরে আমি যাই
তোমাকে খুঁজে পাই,
তোমাতে প্রাণ জোড়ালো,
আমি জানি আমায় তুমি বসবে ভালো
আমি জানি আমার ঘরে আসবে আলো,
তুমি নামের স্বপ্ন গুলো
আমার মনের আকাশ ছুঁলো,
গল্প রাতে মন হারালো
কল্পনাতে সুখ ছড়ালো,
ও. গল্প রাতে মন হারালো
কল্পনাতে সুখ ছড়ালো,
আমি জানি আমায় তুমি বসবে ভালো
আমি জানি আমার ঘরে আসবে আলো...!!!
>সমাপ্ত<
0 Response to "Alo Lyrics | আলো | Imran Mahmudul And Poni Chakma | Bangla Song"
Post a Comment