Jabe Ki Amar Sathe Lyrics | যাবে কি আমার সাথে | Rishi Panda | Bangla Song
Jabe ki amar sathe | Rishi Panda - Rishi Panda Lyrics
Rishi Panda, New Song "Jabe Ki Amar Sathe" New Bangla Song "Jabe Ki Amar Sathe" Lyrics by Rishi Panda. Music By Rishi Panda. Presented by Rishi Panda.
♫ SONG CREDITS ♫
Song |
Jabe Ki Amar Sathe |
Singer |
Rishi Panda |
Lyrics |
Rishi Panda |
Music |
Rishi Panda |
Label |
Rishi Panda |
যাবে কি আমার সাথে বাংলা লিরিক্স
যাবে কি আমার সাথে?
যেখানে পথ পড়ে একা,
দুপুরের রোদে চেনা গল্প গুলোতে
জুড়তো আর একখানি পাতা,
যাবে কি আমার সাথে?
হতো সে পুরনো কথা
হারিয়ে যাওয়া যে,
সে পাখির আওয়াজে
উড়ে যেত হাতে ধরা ছাতা,
তোমায় নিলো যে হাওয়া
হারায় তোমার মুখ,
সবই থেকে গেল যে গোপনে
হল না শেষবার সাথে যাওয়া,
ধরে এ বাড়ানো হাত
কথা ছিল হারাবো দু'জনে,
বলছি কত কী তোমায় ইশারায়
বুঝেছিলে কি আমার ইচ্ছেটাই,
দূর দেশে যাওয়ার
তোমায় পাশে পাওয়ার,
হবো কি আবার একসাথে?
আবার হবে কি দেখা?
আঁকড়ে ধরে রেখেও আজ একে একে
ধুয়ে যায় যা কিছু ছিল লেখা,
যাবে কি আমার সাথে?
যেখানে পথ পড়ে একা,
বিকেলের রোদে চেনা গল্প গুলোতে
জুড়তো আরেকখানি পাতা,
তোমায় নিলো যে হাওয়া
হারায় তোমার মুখ,
সবই থেকে গেলো যে গোপনে
হলো না শেষবার সাথে যাওয়া,
ধরে এ বাড়ানো হাত
কথা ছিল হারাব দু'জনে...!!!
>সমাপ্ত<
0 Response to "Jabe Ki Amar Sathe Lyrics | যাবে কি আমার সাথে | Rishi Panda | Bangla Song"
Post a Comment