Mon Hare Lyrics | মন হারে | Mahtim Shakib And Dristy Anam | Bangla Song
MON HARE | Mahtim Shakib | Dristy Anam | Asheq Manzur | Full Song | Original | - Mahtim Shakib And Dristy Anam. Lyrics
Mahtim Shakib And Dristy Anam, New Song "Mon Hare" New Bangla Song "Mon Hare" Lyrics by Neel Mahabub. Music By Asheq Manzur. Presented by 3p Production.
♫ SONG CREDITS ♫
Song |
Mon Hare |
Singer |
Mahtim Shakib And Dristy Anam |
Lyrics |
Neel Mahabub |
Music |
Asheq Manzur |
Label |
3p Production |
মন হারে বাংলা লিরিক্স
চলে যাওয়া পথ যদি ফিরে আসা হতো
গল্পেরা কথা মেঘ বৃষ্টি ঝরাতো,
ভুলে ভালে গল্পটা যদি ফুল হত
প্রজাপতি ঘ্রাণে নয় রঙেও হারাতো,
মনে পড়ে মন হারে মন উড়ে যায়
বৃষ্টির ছাঁট রোজ দু'চোখ ভেজায়,
মনে পড়ে মন হারে মন পুড়ে যে যায়
সকালের সোনা রোদ আমাকে ভাবায়,
হাতটা ছুঁয়ে হাতের গভীরে
কেউ হেঁটে যায় খুব যতনে,
মেঘের ভেলায় ভাসে রূপকথা
ছুঁতে গেলে হায় কেন শূন্যতা,
চোখে চোখে কল্পনা যদি ঠোঁট ছুতো
ভালোবেসে সূর্যটা সন্ধ্যা রাঙ্গাতো,
মনে পড়ে মন হারে মন পুড়ে যায়
আয়নায় গল্পটা স্মৃতিতে হারায়,
মনে আছো মনে থাকো মন ভেসে যে যায়
একটা গোলাপ রোজ আমাকে সাজায়,
আকাশ ছুঁয়ে মেঘের উঠোনে
চরকা কাটে কেউ খুব গোপনে,
ঘুমটা ছুঁয়ে স্বপ্ন যে হাজার
কেউ হয়ে যাক শুধু যে আমার,
না বলা কথা যদি বলা হয়ে যেতো
মান ভুলে অভিমান আবেগে হারাতো,
মনে পড়ে মন হারে মন উড়ে যায়
বৃষ্টির ছাঁট রোজ দুচোখ ভেজায়,
মনে পরে মন হারে মন পুড়ে যে যায়
সকালের সোনা রোদ আমাকে ভাবায়...!!!
>সমাপ্ত<
0 Response to "Mon Hare Lyrics | মন হারে | Mahtim Shakib And Dristy Anam | Bangla Song"
Post a Comment