♫FERATE PARINI LYRICS♫-AFRAN NISHO-(ফেরাতে পারিনি আমি) Latest Lyrics Update
Ferate Parini | ফেরাতে পারিনি | Rehaan Rasul | Naved | OST of Appointment Letter | Sad Song Bangla - Rehaan Rasul Lyrics
Song : FERATE PARINI (ফেরাতে পারিনি)
Tune & Music : Naved Parvez
Singer : Rehaan Rasul
Lyrics : Mahmood Manzoor
Flute : Sayon Mangsang
Viola : George Milanovich
Lyrical Video Making : Utsab Kundu
সবই বুঝি
তবু অবুঝের মতো, তোমায় খুঁজি
নিয়ে হারানোর ক্ষত,
আজও ভাবি
কেন বেদনার মতো
হৃদয়ে আঁকি, নীল প্রজাপতি শত।
ফেরাতে পারিনি আমি
পারিনি তোমার হতে,
তুমি তো গিয়েছো চলে
দ্রুতলয়ে আলোর পথে।
সবই বুঝি
তবু অবুঝের মতো, তোমায় খুঁজি
নিয়ে হারানোর ক্ষত,
আজও ভাবি
কেন বেদনার মতো
হৃদয়ে আঁকি, নীল প্রজাপতি শত।
সেই যে ভালোবেসে
হৃদয়ের পাল তুলে,
প্রেমের বৈঠা নিয়ে
অজানায় গিয়েছো চলে।
ফেরাতে পারিনি আমি
পারিনি তোমার হতে,
তুমি তো গিয়েছো চলে
দ্রুতলয়ে আলোর পথে।
সবই বুঝি
তবু অবুঝের মতো, তোমায় খুঁজি
নিয়ে হারানোর ক্ষত,
আজও ভাবি
কেন বেদনার মতো
হৃদয়ে আঁকি, নীল প্রজাপতি শত।
আঁধারে দিয়েছো ঠেলে,
কী যে একা একা লাগে
চোখ ভিজে লোনা জলে।
ফেরাতে পারিনি আমি
পারিনি তোমার হতে,
তুমি তো গিয়েছো চলে
দ্রুতলয়ে আলোর পথে।
সবই বুঝি
তবু অবুঝের মতো, তোমায় খুঁজি
নিয়ে হারানোর ক্ষত,
আজও ভাবি
কেন বেদনার মতো
হৃদয়ে আঁকি, নীল প্রজাপতি শত।
0 Response to "♫FERATE PARINI LYRICS♫-AFRAN NISHO-(ফেরাতে পারিনি আমি) Latest Lyrics Update"
Post a Comment