Ads here

Oshohay Lyrics-(অসহায়)-Noble Man-Bangla Rock Song

Oshohay (অসহায়) | Noble Man | Musfiq R Farhan | Payel | Bangla Rock Song | Soundtek - Noble Man Lyrics


Noble Man New Song "Oshohay" New Bangla Song "Oshohay" Lyrics by Ahmed Risvy. Music By Ahmmed Humayun. Presented by Soundtek.

♫ SONG CREDITS ♫

Song

Oshohay

Singer

Noble Man

Lyrics

Ahmed Risvy

Music

Ahmmed Humayun

Label

Soundtek

অসহায় লিরিক্স

তোর খেয়ালে ডুবে থাকে
আমার রাত্রিদিন,
তবু কেন এই দূরত্ব
মেনে নেওয়া কঠিন,

ভুলে যাব কী করে, বলনা রে তুই
বল না আমাকে?
স্মৃতি কেন ফিরে আসে, চোখে ভাসে
কাঁদায় মনটাকে,

আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়,
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়,

কী যে অস্থির লাগে
বুকে ব্যথা জাগে,
মন পুড়ে যায় বিরহের দাগে,

দেখ এই বুকের আগুন দেখ
কত জ্বলছে শিখা দেখ,
শুধু তোরই কারণে,

আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়,
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়,

আসেনা ঘুম চোখে
রাতের গল্প লেখে,
চোখ ভিজে যায় স্মৃতির অসুখে,

শোন এই হৃদয়ের কথা শোন
কত কষ্ট লুকানো
শুধু তোরই বিহনে,

আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়,
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়,


তোর খেয়ালে ডুবে থাকে
আমার রাত্রিদিন,
তবু কেন এই দূরত্ব
মেনে নেওয়া কঠিন,

ভুলে যাব কী করে, বলনা রে তুই
বল না আমাকে?
স্মৃতি কেন ফিরে আসে, চোখে ভাসে
কাঁদায় মনটাকে,

আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়,
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়...!!!

>সমাপ্ত<



Related Posts

0 Response to "Oshohay Lyrics-(অসহায়)-Noble Man-Bangla Rock Song"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles