Ads here

Acho Jani Lyrics-আছো জানি-Shovan Anwar-Crazy for U-Latest Lyrics Update

Acho Jani (আছো জানি) by Shovan Anwar | ft. Shamim Hasan Sarkar & Tasnia Farin | OST of : Crazy for U - Shovan Anwar Lyrics





Song: Acho Jani
Natok: Crazy for U
Singer: Shovan Anwar
Lyrics: Apple Mahmud Emil
Music: Apple Mahmud Emil



Acho Jani Lyrics>আছো জানি<


আছো জানি কেন জেনে তবুও
ভুল মানুষের দলে এখন আমিও
না গেলে না থাকলে না হারালে তুমি
সুখের ছন্দপতনে আড়ালে আমি

রেখেছিলাম ঘিরে তোমায় পুরোটাই
ফেরত তবু হল শুধু শূন্যটাই
ছুড়ে ফেললে আমায় তুমি খামোখায়
বারি ফিরে তেও এখন উল্টো পথে যায়

তুমিতো নেই কাছে তবুও প্রেম বাঁচে
ধার করা সত্তেরা কথা কয়
নিকোটিনের হালকা আঁচে
এ ঠোঁট যায় পচে
চেনা এ শরীর অচেনা হয়

রেখেছিলাম ঘিরে তোমায় পুরোটাই
ফেরত তবু হল শুধু শূন্যটাই
ছুড়ে ফেললে আমায় তুমি খামোখায়
বারি ফিরে তেও এখন উল্টো পথে যায়



0 Response to "Acho Jani Lyrics-আছো জানি-Shovan Anwar-Crazy for U-Latest Lyrics Update"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles