TUMI JANO NA Lyrics-X Girlfriend-Afran Nisho-Tanjin Tisha-Latest Lyrics Update
TUMI JANO NA | OST of Drama : X Girlfriend | Afran Nisho | Tanjin Tisha | Official Video Song - Ahmed Souren & Adeeba Ali Anisha Lyrics
Lyrics : Ahmed Souren
Singer/Vocal : Ahmed Souren & Adeeba Ali Anisha
Tune and Compose : Ahmed Souren
Label : CINEMAWALA
TUMI JANO NA Lyrics
কে বানাইলো এই পিরিতি
আমারে শিখাইলো না।
পিরিতি শিখাইয়া তুমি
উড়াল মাইরা কই গেলা।
জীবনে তো ভালোবাসা
বারে বারে আসে না।
ভালোবাইসা তোমারে
এ মনে বড়ই ব্যথা।
তুমি জানো না..
জানো না.. জানো না..ও..ও।
তুমি জানো না..
জানো না..ও..ও।
আমারে এ মনে
কেনো ব্যথা দিয়ে চলে যাও ?
আমাকে ধরে কাছে টেনে
কেনো ঠেলে দেও?
কে বানাইলো এই পিরিতি
আমারে শিখাইলো না।
পিরিতি শিখাইয়া তুমি
উড়াল মাইরা কই গেলা।
জীবনে তো ভালোবাসা
বারে বারে আসে না।
ভালোবাইসা তোমারে
এ মনে বড়ই ব্যথা।
তুমি জানো না...
জানো না.. জানো না..ও..ও।
তুমি জানো না..
জানো না..ও..ও..ও..ও।
আমারে এ মনে
কেনো ব্যথা দিয়ে চলে যাও ?
আমাকে ধরে কাছে টেনে
কেনো ঠেলে দেও?
তোমার লাগি ঘুমাই আমি
তোমার এতো কি চিন্তা?
আমি যে তোমাকে ছাড়া
নতুন কিছুই বুঝি না।
আমার মনে জ্বালা বন্ধু
তুমি কেমনে বুঝিবা?
আমার মনে আজও আছে
তোমার লেখা কবিতা।
আমি ভালো নাই রে বন্ধু,
আমি ভালো নাই রে বন্ধু,
আমি ভালো নাই রে বন্ধু,
আমি ভালো থাকি না।
তুমি তো তা জানো না রে
তুমি সেটা জানো না।
জীবনে তো ভালোবাসা
বারে বারে আসে না।
আমায় দেইখা তোমার মুখে
হাসি কেনো ফুটে না?
আমিতো সেই আগের মতো
ভালোবেসেই গেলাম গা।
আমার মনে জুতা মাইরা
কি এমন মজা পাইলা?
তুমি জানো না..
জানো না..জানো না..ও..ও।
তুমি জানো না...
জানো না..ও..ও..ও..ও।
আমারে এ মনে
কেনো ব্যথা দিয়ে চলে যাও ?
আমাকে ধরে কাছে টেনে
কেনো ঠেলে দেও?
0 Response to "TUMI JANO NA Lyrics-X Girlfriend-Afran Nisho-Tanjin Tisha-Latest Lyrics Update"
Post a Comment