Ads here

Ami Urbona Lyrics-MINAR-আমি উড়বোনা-Latest Lyrics Update

MINAR- Ami Urbona | আমি উড়বোনা | Impossible Love | Afran Nisho | Mehazabien | Bangla New Song 2020 - MINAR Lyrics




Song
Ami Urbona
Singer
Minar
Lyric & Tune
Minar
Album
Ami Urbona
Label
Central Music and Video [CMV]





তোমাকে আমার যত স্বপ্নের কথা
আবার বলবো,
নিজেকে তোমার মাঝে হারিয়ে
আবার আঁকবো,

আমি নীরবে তোমায় দেখবো
শুধু তোমাতেই আবার হারাবো, বিস্ময়ে।

আমি উড়বোনা
তোমায় ছাড়া ডানা মেলবো না,
তুমি হীনা সে গান গাইবো না আমি।
তুমি জানলে না

আমার কত কথা শুনলে না,
বুকে জমাট ব্যেথা বুঝলে না তুমি।

ভুলেছি, সব মান অভিমান আমার
তোমার গল্পে,
লিখেছি, কত গান কবিতা আবার
তোমার স্বপ্নে।

আমি নীরবে তোমায় দেখবো
শুধু তোমাতেই আবার হারাবো, বিস্ময়ে।

আমি উড়বোনা
তোমায় ছাড়া ডানা মেলবো না,
তুমি হীনা সে গান গাইবো না আমি।
তুমি জানলে না

আমার কত কথা শুনলে না,
বুকে জমাট ব্যেথা বুঝলে না তুমি।

যতদূর আমি হেঁটেছি একা
দেখেছি তোমার ছায়া,

তুমিও যেন পাশেই ছিলে
ভেবোনা আমায় দিশেহারা..

আমি উড়বোনা
তোমায় ছাড়া ডানা মেলবো না,
তুমি হীনা সে গান গাইবো না আমি।
তুমি জানলে না

আমার কত কথা শুনলে না,
বুকে জমাট ব্যেথা বুঝলে না তুমি।


Related Posts

0 Response to "Ami Urbona Lyrics-MINAR-আমি উড়বোনা-Latest Lyrics Update"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles