Tomar Valo Hok Lyrics-তোমার ভালো হোক-MINAR-Latest Lyrics Update
Tomar Valo Hok | MINAR | Apurba | Mehazabien | MH Limon | Mr & Ms Chapabaz | New Bangla Song 2020 - MINAR Lyrics
Song
|
Tomar Valo Hok
|
Singer
|
Minar
|
Lyric
|
Mehedi Hasan Limon
|
Drama
|
Mr. & Ms.
Chapabaz
|
Label
|
Central Music and
Video [CMV]
|
চলে যাওয়া বলে কিছু নেই
সবই ফিরে ফিরে আসা,
জীবন গড়া ভীষণ কঠিন
পদ্ম পাতার জলে ভাসা।
তোমার স্বপ্ন ঘেরা চোখ
আমার সুখের অসুখ ..
আমি আজও শুধু চাই
তোমার ভালো হোক,
আমি আজও শুধু চাই
তোমার ভালো হোক।।
যোগাযোগ কমে যায় ধীরে ধীরে
সময়ের বয়স বাড়ে দিন দিন,
শুকনো গোলাপ জানে ডাইরির ভাঁজে
স্মৃতিরা কিভাবে হয় মলীন।
তবুও সেই স্মৃতি গুলো
তুমি হয়ে বেঁচে থাকুক ..
আমি আজও শুধু চাই
তোমার ভালো হোক,
আমি আজো শুধু চাই
তোমার ভালো হোক।।
যোগ-বিয়োগের নিছক খেলায়
মুখ ফিরিয়ে সবাই থাকে দূরে,
কুয়াশা ঘেরা সেই পথের ভিড়ে
বারেবারে আমি যাই হারিয়ে।
জানি নেই কোনো কিছুই
তবুও সে ফিরে আসুক..
আমি আজও শুধু চাই
তোমার ভালো হোক,
আমি আজও শুধু চাই
তোমার ভালো হোক।।
0 Response to "Tomar Valo Hok Lyrics-তোমার ভালো হোক-MINAR-Latest Lyrics Update"
Post a Comment