Ay Sokhi Ay Na Lyrics-F A Sumon-আয় সখী আয় না-Latest lyrics Update
Ay Sokhi Ay Na | Bangla Song | F A Sumon | Afjal Sujon, Ontora | Bhalobasar Bosotbari Natok er Gaan - F A Sumon Lyrics
Song
|
Ay Sokhi Ay Na
|
Singer
|
FA Sumon
|
Lyrics
|
Nafis
|
Music & Tune
|
Nafis
|
Label
|
Eagle Music
|
আয় সখী আয় না আর একবার
নতুন করে তোকে আবার বোঝাই
আয় সখী আয় না আর একবার
নতুন করে তোকে আবার বোঝাই
তোর লাগি আমার বিরহের সমাহার
আয় তোকে দুঃখটা আবার শোনাই
আয় সখি আয় না আর একবার
নতুন করে তোকে আবার বোঝাই
আঝোর ধারায় দুচোখ শ্রাবণ
মনে নামে ঢল
তুই বিহনে একটা জীবন
কেমনে থাকি বল
আর কতকাল নিথর বোবা রাখবি আমারে
খুব যাতনা দানা বাঁধে বুকের গভীরে ।
আঝোর ধারায় দুচোখ শ্রাবণ
মনে নামে ঢল
তুই বিহনে একটা জীবন
কেমনে থাকি বল ।
আর কতকাল নিথর বোবা রাখবি আমারে
খুব যাতনা দানা বাঁধে বুকের গভীরে
তোর লাগি আমার বিরহের সমাহার
আয় তোকে দুঃখটা আবার শোনাই
আয় সখী আয় নাআর একবার
নতুন করে তোকে আবার বোঝাই
নিকোশ কালো জীবন মাঝে
তুই ছিলি শশী ।
সেই আলোতে খুব ভালোতে
কাটতো যে নিশি ।
মন ভঙ্গানো গান শুনিয়ে জানালি বিদায়
তোর আঁধারি দুঃখটাকে দুচোখে পুষি
নিকোশ কালো জীবন মাঝে
তুই ছিলি শশী
সেই আলোতে খুব ভালোতে
কাটতো যে নিশি
মন ভঙ্গানো গান শুনিয়ে জানালি বিদায়
তোর আঁধারি দুঃখটাকে দুচোখে পুষি ।
তোর লাগি আমার বিরহের সমাহার
আয় তোকে দুঃখটা আবার শোনাই ।
আয় সখী আয় নাআর একবার
নতুন করে তোকে আবার বোঝাই ।
আয় সখি আয় না আর একবার .
0 Response to "Ay Sokhi Ay Na Lyrics-F A Sumon-আয় সখী আয় না-Latest lyrics Update"
Post a Comment