Rekhecho Amay Agle Lyrics-রেখছো আমায় আগলে-(LOVELY WIFE)-Afran Nisho | Nusrat Imrose Tisha
Rekhecho Amay Agle (রেখছো আমায় আগলে)| Afran Nisho | Nusrat Imrose Tisha |LOVELY WIFE - Tamim Mridha Lyrics
Song : Rekhecho Amay Agle
Lyrics : Robiul Islam Jibon
Vocal : Tamim Mridha
Tune & Music : Naved Parvez
কেন বুক কাপে আমার তোমার বেথা লাগলে!
এ..এ..এ..
কেন চোখ পুরে আমার তুমি নিশি জাগলে!
এ..এ..এ..
এ কোন ভালোবাসায় তুমি রেখেছো আমায় আগলে আগলে আগলে !
এ..এ..এ..
এ আলোর আশায় তুমি আমায় রেখছো
আমায় আগলে আগলে আগলে!
কেন বুক কাপে আমার তোমার বেথা লাগলে !
এ..এ..এ..
কেন চোখ পুরে আমার তুমি নিশি জাগলে!
এ..এ..এ..
ধীরে ধীরে তোমার মায়ায় যাচ্ছি ডুবে আরো
এই প্রেমে বাচতে আমি মরবো হাজার বারও!
ভেঙ্গে দাও সব অভিমান গেয়ে যাও স্বপ্নেরি গান
অকারণে আমি রাগলে!
এ..
কেন বুক কাপে আমার তোমার বেথা লাগলে!
এ..এ..এ..
কেন চোখ পুরে আমার তুমি নিশি জাগলে!
এ..এ..এ..
এ কোন ভালোবাসায় তুমি রেখেছো আমায় আগলে আগলে আগলে!
এ..এ..এ..
এ কোন আলোর আশায় তুমি রেখছো
আমায় আগলে আগলে!
এ..এ..এ..
কেন বুক কাপে আমার তোমার বেথা লাগলে!
এ..এ...এ..
কেন চোখ পুরে আমার তুমি নিশি জাগলে
এ কোন ভালোবাসায় তুমি রেখেছো আমায়!
আগলে আগলে আগলে !
এ..এ..এ..
0 Response to "Rekhecho Amay Agle Lyrics-রেখছো আমায় আগলে-(LOVELY WIFE)-Afran Nisho | Nusrat Imrose Tisha "
Post a Comment