Bhalo Thakar Thikanay Lyrics-Tanjib Sarowar-ভালো থাকার ঠিকানায়-Latest Lyrics Update
Bhalo Thakar Thikanay | ভালো থাকার ঠিকানায় | Tanjib Sarowar | Sajid Sarkar | Apurba | Mehazabien - Tanjib Sarowar Lyrics

Song
|
Bhalo Thakar Thikanay
|
Singer
|
Tanjib Sarowar
|
Lyric
|
Shomeshwar Oli
|
Music & Tune
|
Sajid Sarkar
|
Label
|
Soundtek
|
হারিয়ে যাবে তুমি সময়ের স্রোতে
মুছে যাবে তুমি আমার হৃদয় হতে,
আমি এমনটাই ভেবে ছিলাম
ভুলতে পারিনি তোমার নাম।
তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়।
তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়।।
এতোদিনে ভুলে যাওয়ার কথা
মনে রাখার মতো ঘটেনি কিছু,
স্মৃতির সাথে হয়েছে সমঝতা
যাচ্ছি আমি তারই পিছু পিছু।
কিছু মানুষ ভাবে, কোথায় তারা যাবে
তাদের মনে দুঃখ কানায় কানায়।
তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়।
তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়।
হারিয়ে যাবে তুমি সময়ের স্রোতে
মুছে যাবে তুমি আমার হৃদয় হতে,
আমি এমনটাই ভেবে ছিলাম
ভুলতে পারিনি তোমার নাম।
তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়।
0 Response to "Bhalo Thakar Thikanay Lyrics-Tanjib Sarowar-ভালো থাকার ঠিকানায়-Latest Lyrics Update"
Post a Comment