Chute Parina Tomay Lyrics-Neru-ছুঁতে পারিনা তোমায়-Latest Lyrics Update
Dear Ex Drama Song | Chute Parina Tomay | ছুঁতে পারিনা তোমায় | Neru | Musfiq R Farhan | Parsa Evana - Neru Lyrics

Song
|
Chute Parina Tomay
|
Singer
|
Neru
|
Lyric
|
Sabnam Mustari &
Neru
|
Music & Tune
|
Neru
|
Label
|
Soundtek
|
ভুল গুলো সব বুঝেছি পরে
তুমি নেই বলে কাঁদি অঝোরে
ভুল গুলো সব বুঝেছি পরে
তুমি নেই বলে কাঁদি অঝোরে
এত কাছে থেকে কেন এত দূরে
দূরত্ব বেশি না দেখি তবু প্রতিদিন
ছুঁতে পরিনা তোমায়
দূরত্ব বেশি না দেখি তবু প্রতিদিন
ছুঁতে পরিনা তোমায় ।
পাশে ছিলে যখন তোমায় বুঝিনি
অবহেলা শুধু করেছি
এতো ভালোবাসা সরিয়ে দিয়ে দূরে
ভুল পথে শুধু চলেছি
পাশে ছিলে যখন তোমায় বুঝিনি
অবহেলা শুধু করেছি
এতো ভালোবাসা সরিয়ে দিয়ে দূরে
ভুল পথে শুধু চলেছি
এমন যদি হতো ভুল সব ভুলে
আবার আগের মতো
বুকে টেনে নিতে ।
দূরত্ব বেশি না দেখি তবু প্রতিদিন
ছুঁতে পরিনা তোমায় ।
দূরত্ব বেশি না দেখি তবু প্রতিদিন
ছুঁতে পরিনা তোমায় ।
0 Response to "Chute Parina Tomay Lyrics-Neru-ছুঁতে পারিনা তোমায়-Latest Lyrics Update"
Post a Comment