Bhalobashi Bolte Samne Ase Na Lyrics-Moyuri-Shopnojal Band
Bhalobashi Bolte Samne Ase Na | Moyuri | Bangla New Song 2020 | Official Music Video | Eid 2020 - Moyuri Lyrics

Song
|
Valobashi Bolte Samne Ashe Na
|
Singer
|
Moyuri-Shopnojal Band
|
Lyrics
|
Nandan Maitra
|
Tune
|
Robiul Islam Robi
|
Music
|
Ankur Mahamud
|
Label
|
Eagle Music
|
রোজ আমারে চিঠি লিখে
আড়াল থেকে চেয়ে দেখে.
রোজ আমারে চিঠি লিখে
আড়াল থেকে চেয়ে দেখে.
ভালোবাসি বলতে আমার সামনে আসে না
বুঝি বড় সেয়ানা
ছেলেটা প্রেমিক সেয়ানা
বুঝি বড় সেয়ানা
ছেলেটা প্রেমিক সেয়ানা .
মোবাইল ফোনে মেসেজ করে আসো জানালায়
কখন থেকে দাড়ায় আছি তোমার অপেক্ষায় .
বেক দিলে কল বাজে শুধু রিছিব করে না
বুঝি বড় সেয়ানা
ছেলেটা প্রেমিক সেয়ানা
বুঝি বড় সেয়ানা
ছেলেটা প্রেমিক সেয়ানা .
বইয়ের ভাঝে চিঠির মাঝে রাখে গোলাপফুল
দেইখা তাতে বুইঝো না গো
আমায় তুমি ভুল .
কেনো এমন করে গো সে মনটা বুঝে না
সে তো বড়ই সেয়ানা,
জানি সে প্রেমিক সেয়ানা
বুঝি বড় সেয়ানা
ছেলেটা প্রেমিক সেয়ানা.
রোজ আমারে চিঠি লিখে
আড়াল থেকে চেয়ে দেখে.
ভালোবাসি বলতে
আমার সামনে আসে না
বুঝি বড় সেয়ানা
ছেলেটা প্রেমিক সেয়ানা
বুঝি বড় সেয়ানা
ছেলেটা প্রেমিক সেয়ানা .
0 Response to "Bhalobashi Bolte Samne Ase Na Lyrics-Moyuri-Shopnojal Band"
Post a Comment