Ads here

Mon Bhalo Nei Lyrics-মন ভালো নেই-Topu-Latest Lyrics Update

Mon Bhalo Nei || মন ভালো নেই || Cover by Najiba || Topu || Eid Bangla Song 2020 || @G Series Music - Najiba Lyrics




Song
Mon Bhalo Nei (Cover)
Singer
Najiba
Lyric
Topu
Music
Fuad Al Muqtadir
Label
Agniveena



মন ভালো নেই
বল না কিছুতেই
তবু বুঝে নেবে
কে আছে (কে আছে)

দেখো কেউ কাছে নেই
তবু তুমি এগুবেই
ভাঙা পথ
সাথি কে হবে

যদি কখনও আমায়
মনে পড়ে যায়
খোলো দুয়ার আকাশে
আমি তারাময়

যদি কখনো ছুঁয়ে
দিতে ইচ্ছে হয়
সাগর হয়ে আজ
জড়াবো তোমায়

কে বল কে
দেখাবে পথ তোমাকে
যদি যাও হারিয়ে
এ শহরে

যদি কখনও আমায়
মনে পড়ে যায়
খোলো দুয়ার আকাশে
আমি তারাময়

হাওয়াতে এলো চুল
মুখে এসে পড়ে
যদি না থাকে তা
কে সরাবে

যদি কখনও আমায়
মনে পড়ে যায়
খোলো দুয়ার আকাশে
আমি তারাময়

যদি কখনো ছুঁয়ে
দিতে ইচ্ছে হয়
সাগর হয়ে আজ
জড়াবো তোমায়


0 Response to "Mon Bhalo Nei Lyrics-মন ভালো নেই-Topu-Latest Lyrics Update"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles