Ads here

OBUJH MON LYRICS (অবুঝ মন) AP Shuvo-Latest Lyrics Update

Eid Special Song : OBUJH MON by AP Shuvo | Jovan | Payel | Official Music Video | Romantic Song 2020 - AP Shuvo Lyrics





Song Title : Obujh Mon (অবুঝ মন)
Lyrics : Johny Hoque
Singer : AP Shuvo
Tune and Compose : Naved Parvez
Label : CINEMAWALA






নাম না জানা কোন হাওয়ায়,
তোমার আলো চোখে লাগায়,
ওড়ে চুপিচুপি অবুঝ মন পায়রা।
তোমার সুতো ইচ্ছে জাগায়,
বাঁধা পড়েছি কী যে মায়ায়,
ওড়ে চুপিচুপি অবুঝ মন পায়রা।

তোমাকে ভীষণভাবে প্রয়োজন,
প্রেমে কেমন জানি শিহরণ।
তোমার জন্য যত আয়োজন,
ঘুম উড়ে যায় তাই সারাক্ষণ।

নাম না জানা কোন হাওয়ায়,
তোমার আলো চোখে লাগায়,
ওড়ে চুপিচুপি অবুঝ মন পায়রা।
তোমার সুতো ইচ্ছে জাগায়,
বাঁধা পড়েছি কী যে মায়ায়,
ওড়ে চুপিচুপি অবুঝ মন পায়রা।

তোমার হাতে আমার দিনেরা,
রোদ্দুর সাজিয়ে রাখে,
গল্পে গল্পে আকাশ রঙেরা,
লাল নীল কমলা আঁকে।

তোমার হাতে আমার দিনেরা,
রোদ্দুর সাজিয়ে রাখে,
গল্পে গল্পে আকাশ রঙেরা,
লাল নীল কমলা আঁকে।
তোমাকে ভীষণভাবে প্রয়োজন,
প্রেমে কেমন জানি শিহরণ।
তোমার জন্য যত আয়োজন
ঘুম উড়ে যায় তাই সারাক্ষণ।

নাম না জানা কোন হাওয়ায়,
তোমার আলো চোখে লাগায়,
ওড়ে চুপিচুপি অবুঝ মন পায়রা।

তোমার সুতো ইচ্ছে জাগায়,
বাঁধা পড়েছি কী যে মায়ায়,
ওড়ে চুপিচুপি অবুঝ মন পায়রা।

তোমার চোখে আমার নদীরা,
প্রাণের ভেলাটি ভাসায়।
স্বপ্নে স্বপ্নে বাজায় মন্দিরা,
ডুবে যায় ভালোবাসায়।

তোমার চোখে আমার নদীরা,
প্রাণের ভেলাটি ভাসায়।
স্বপ্নে স্বপ্নে বাজায় মন্দিরা,
ডুবে যায় ভালোবাসায়।

তোমাকে ভীষণভাবে প্রয়োজন,
প্রেমে কেমন জানি শিহরণ।
তোমার জন্য যত আয়োজন,
ঘুম উড়ে যায় তাই সারাক্ষণ।

নাম না জানা কোন হাওয়ায়,
তোমার আলো চোখে লাগায়,
ওড়ে চুপিচুপি অবুঝ মন পায়রা।
তোমার সুতো ইচ্ছে জাগায়,
বাঁধা পড়েছি কী যে মায়ায়,
ওড়ে চুপিচুপি অবুঝ মন পায়রা।

নাম না জানা কোন হাওয়ায়,
তোমার আলো চোখে লাগায়,
ওড়ে চুপিচুপি অবুঝ মন পায়রা।
তোমার সুতো ইচ্ছে জাগায়
বাঁধা পড়েছি কী যে মায়ায়
ওড়ে চুপিচুপি অবুঝ মন পায়রা।।


0 Response to "OBUJH MON LYRICS (অবুঝ মন) AP Shuvo-Latest Lyrics Update"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles