TOMAR MONER SATHE LYRICS-তোমার মনের সাথে-Fahad Bin Aziz-Latest Lyrics Update
"TOMAR MONER SATHE" by FAHAD | OST of Shei To Ele Tumi | Afran Nisho | Tanjin Tisha | Valentine Song - Fahad Bin Aziz Lyrics
Song : Tomar Moner Sathe
Lyric : Robiul Islam Jibon
Singer : Fahad Bin Aziz
Tune and Compose : Naved parvez
আমায় তুমি নাও জড়িয়ে
তোমার মনের সাথে ।
কুসুম কুসুম ভালোবাসায়
ভিজবো দিনে রাতে ।
অর্ধেক তুমি অর্ধেক আমি
দুজন মিলে আড়াল হবো
একই ভাবনাতে ।
অর্ধেক তুমি অর্ধেক আমি
দুজন মিলে আড়াল হবো
একই ভাবনাতে ।
আমায় তুমি নাও জড়িয়ে
তোমার মনের সাথে ।
কুসুম কুসুম ভালোবাসায়
ভিজবো দিনে রাতে ।
ঘুমের ঘোরে স্বপ্ন হয়ে
ছুঁয়ে যাবো রোজ ।
তুমি হীনা পাবেনা কেউ
আমার কোন খোঁজ ।
ক্ষণে ক্ষণে আদর হবো
তোমার কোমল হাতে ।
অর্ধেক তুমি অর্ধেক আমি
দুজন মিলে আড়াল হবো
একই ভাবনাতে ।
অর্ধেক তুমি অর্ধেক আমি
দুজন মিলে আড়াল হবো
একই ভাবনাতে ।
আমায় তুমি নাও জড়িয়ে
তোমার মনের সাথে ।
কুসুম কুসুম ভালোবাসায়
ভিজবো দিনে রাতে ।
কুসুম কুসুম ভালোবাসায়
ভিজবো দিনে রাতে ।
অর্ধেক তুমি অর্ধেক আমি
দুজন মিলে আড়াল হবো
একই ভাবনাতে ।
অর্ধেক তুমি অর্ধেক আমি
দুজন মিলে আড়াল হবো
একই ভাবনাতে ।
আমায় তুমি নাও জড়িয়ে
তোমার মনের সাথে ।
কুসুম কুসুম ভালোবাসায়
ভিজবো দিনে রাতে ।
ঘুমের ঘোরে স্বপ্ন হয়ে
ছুঁয়ে যাবো রোজ ।
তুমি হীনা পাবেনা কেউ
আমার কোন খোঁজ ।
ক্ষণে ক্ষণে আদর হবো
তোমার কোমল হাতে ।
অর্ধেক তুমি অর্ধেক আমি
দুজন মিলে আড়াল হবো
একই ভাবনাতে ।
অর্ধেক তুমি অর্ধেক আমি
দুজন মিলে আড়াল হবো
একই ভাবনাতে ।
আমায় তুমি নাও জড়িয়ে
তোমার মনের সাথে ।
কুসুম কুসুম ভালোবাসায়
ভিজবো দিনে রাতে ।
0 Response to "TOMAR MONER SATHE LYRICS-তোমার মনের সাথে-Fahad Bin Aziz-Latest Lyrics Update"
Post a Comment