Ads here

Amar Kono Golpo Nei Lyrics-Swastika Mukherjee-Bangla Song

Amar Kono Golpo Nei (আমার কোনো গল্প নেই ) | Tasher Ghawr | Swastika | Soumit | Sudipto | hoichoi - Swastika Mukherjee Lyrics




Song
Amar Kono Golpo Nei
Singer
Swastika Mukherjee
Lyrics
Soumit Deb
Music
Soumit Deb
Label
SVF Music


তাসের ঘরে দোরে
দারুন খেলা করে,
জলের গায়ে ভাঙা ডাঙার সুখ।

এটুকু আলো দেখে
কিশোরী পাতা শেখে,
পাখির ঠোঁট চেনে বাসার মুখ।

আমার কোনো গল্প নেই !

তাসের ঘরে দোরে, হঠাৎ এসে পড়ে
জাদুর অবসরে মায়ার ঢেউ।
গড়ার শেষে তবে, না হয় মেঘ হবে
ভোরের কাছে থাকতে আসা স্বপ্নে কেউ

আমার কোনো গল্প নেই !

দুঃখ যাকে মানায় না সেই
ঋতুর কাছে ঋণী
কাঁচের আয়না জন্ম হল পরিপাটি তিনি।

সাজিয়ে রাখা নানান ছদ্মবেশে
দু-এক পশলা ঝড়ের অসুখ এসে,
আমার সুখের হিসেব উড়িয়ে নিয়ে যায়
স্বেচ্ছায়।

টুকরো কিছু কিছু, স্বপ্ন কুচিপিছু
টানে আলেয়া চোখে কাজল সেই।
আমার কোনো গল্প নেই !

তাসের ঘরে দোরে
পালক হয়ে ঝরে,
আমার হারিয়ে যাওয়া ডানার সেই।

খেলার শেষে চলো
তোমার কথা বলো,

আমার আলাদা কোনো গল্প নেই।
আমার কোনো গল্প নেই!


0 Response to "Amar Kono Golpo Nei Lyrics-Swastika Mukherjee-Bangla Song"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles