Ads here

Bhalo Theko 19 Lyrics-Anupam Roy-Bangla Song

Bhalo Theko 19 | Anupam Roy | Prattyush Banerjee (Official Music Video) - Anupam Roy Lyrics




Song
Bhalo Theko 19
Singer
Anupam Roy
Lyrics
Anupam Roy
Music
Anupam Roy & Prattyush Banerjee
Label
Anupam Roy

Bhalo Theko 19 Lyrics

হোক না যত আঁধার কালো

তবুও তুমি ভালো থেকো
হোক না যত আঁধার কালো
তবুও তুমি ভালো থেকো,

দুললে দোলো তাল কেটো না
হাল ছেড়ো না, ভালো থেকো।
ওই মনেতে রাগ পুষো না
এই দুনিয়া ভালো রেখো।

হোক না যত আঁধার কালো
তবুও তুমি ভালো থেকো ..!

গেছে যা তা যাক
নতুন করে কী হারাবে,

ওসব কথা থাক
অতীত ঘেঁটে আর কী পাবে?
উচ্চস্বরে কথা বলো না
এই দুনিয়া ভালো রেখো।

হোক না যত আঁধার কালো
তবুও তুমি ভালো থেকো ..!

একটুখানি দু'চোখ বুজে,
আজ বলো না ভালো আছো,

মাথার মাঝে খেলতে থাকা
চিন্তারাশি থামিয়েছো।

বৃথা অভিসার
নোনতা জলে পেট ভরাবে,
কিসের খোঁজে আর
অন্ধকারে হাত ডোবাবে।

না জেনে কিছু কথা বলো না
এই দুনিয়া ভালো রেখো।

হোক না যত আঁধার কালো
তবুও তুমি ভালো থেকো,

দুললে দোলো তাল কেটো না
হাল ছেড়ো না ভালো থেকো।

ঐ মনেতে রাগ পুষো না
এই দুনিয়া ভালো রেখো।
হোক না যত আঁধার কালো
তবুও তুমি ভালো থেকো ....!


0 Response to "Bhalo Theko 19 Lyrics-Anupam Roy-Bangla Song"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles