Ads here

Porimiti Lyrics-পরিমিতি-Tahsan-Bangla Song

Porimiti || পরিমিতি || Tahsan || Bangla New Song 2020 || Nei || @G Series Music - Tahsan Lyrics




Song
Porimiti
Singer
Tahsan
Lyrics
Arthik Sazib
Music
Tahsan
Label
G Series


আমি অর্ধের চেয়ে বেশি,
ভাঙার চেয়ে ভালো
ছিন্নের তরে অন্ধের কালো,

আমি শূন্য দিয়ে পূর্ণ হয়েছি
চূর্ণ হয়েও ধন্য রয়েছি,
পণ্য অতি নগণ্য, আমার তুল্য মূল্য স্বল্প
পণ্য অতি নগণ্য, আমার তুল্য মূল্য স্বল্প।

নারা রারা রা...

আমি মৃত তটিনীর ডাঙা ভাঙা কূল
বন্যতরুর ঘৃণ্য ছেঁড়া ফুল,

আমি বাঁকা চোখের রুক্ষ আঁকা হাসি
দূর হতে কেউ আর বলোনা ভালোবাসি।
মৃত তটিনীর ডাঙা ভাঙা কূল
বন্যতরুর ঘৃণ্য ছেঁড়া ফুল,

বাঁকা চোখের রুক্ষ আঁকা হাসি
দূর হতে কেউ আর বলোনা ভালোবাসি।
আমি অল্প স্বল্প গল্প কথক
যুদ্ধে জিতেও আমি হারা অশোক,

তীর হলেও নিশানা ব্যর্থ
বোকা আমি এটাই ধূর্ত।

পণ্য অতি নগণ্য, আমার তুল্য মূল্য স্বল্প
পণ্য অতি নগণ্য, আমার তুল্য মূল্য স্বল্প
দারারারারা, তা তারারারা
দারারারারা, তারারারারা

আমি মৃত তটিনীর ডাঙা ভাঙা কূল
বন্যতরুর ঘৃণ্য ছেঁড়া ফুল,

আমি বাঁকা চোখের রুক্ষ আঁকা হাসি
দূর হতে কেউ আর বলোনা ভালোবাসি।
মৃত তটিনীর ডাঙা ভাঙা কূল
বন্যতরুর ঘৃণ্য ছেঁড়া ফুল,

বাঁকা চোখের রুক্ষ আঁকা হাসি
দূর হতে কেউ আর বলোনা ভালোবাসি।


0 Response to "Porimiti Lyrics-পরিমিতি-Tahsan-Bangla Song"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles