Ads here

BIROHO AGUN LYRICS-বিরহ আগুন-ARMAN ALIF-Bangla Song

BIROHO AGUN |বিরহ আগুন | ARMAN ALIF |আরমান আলিফ | SHUVRO MEHRAZZ & LIANA LIYA | BANGLA NEW SONG 2020 - ARMAN ALIF Lyrics




Song
Biroho Agun
Singer
Arman Alif
Lyrics
Proshenjit Mondal
Music
Mushfiq Litu
Label
DP MUSIC Station


একটু একটু করে রাত্রি বাড়ে
আঁধারেও দেখা যায় সব,
আঁধারের আয়নাতে সারারাত
চলে তোর স্মৃতি উচ্ছল।

স্মৃতিরা পুড়ায়, আগুন জ্বালায়
বিরহ আগুনে করি নিশি স্নান,
তবুও তোর কথা মনে পড়লেই
জীবনটা হয়ে ওঠে কষ্টের গান..!

তুই ভালোবাসা করে দিয়ে অবসাদ
বেদনার নীলে নীলে,
ভরে দিলি এ হৃদয়ের আসমান।।

ভালোবাসে যে মানুষ
ভালোবাসা হারালে সে কাঁদে হায়,
ছলনার মন যার
ভাঙনের খেলা সে খেলে যায়।

ও.. ভালোবাসে যে মানুষ
ভালোবাসা হারালে সে কাঁদে হায়,
ছলনার মন যার
ভাঙনের খেলা সে খেলে যায়।

ভাঙলি এ অন্তর, দিয়ে ছলনার ঝড়,
ভাঙলি এ অন্তর, দিয়ে ছলনার ঝড়
হৃদয়টা করে দিলি শ্মশান।

তুই ভালোবাসা করে দিয়ে অবসাদ
বেদনার নীলে নীলে,
ভরে দিলি এ হৃদয়ের আসমান।।

হয়তো বা সয়ে সয়ে
কষ্ট সয়ে যাব একদিন,
তোকে ছাড়া পথ চলা
হয়তোবা শিখে যাব সেইদিন।

হয়তো বা সয়ে সয়ে
কষ্ট সয়ে যাব একদিন,
তোকে ছাড়া পথ চলা
হয়তোবা শিখে যাব সেইদিন।

বয়ে যাবে দিন যত
ঘা শুকিয়ে রবে ক্ষত,
বয়ে যাবে দিন যত
ঘা শুকিয়ে রবে ক্ষত,
শুকালেও ভুল তার থাকে গান।

তুই ভালোবাসা করে দিয়ে অবসাদ
বেদনার নীলে নীলে,
ভরে দিলি এ হৃদয়ের আসমান।

তুই ভালোবাসা করে দিয়ে অবসাদ
বেদনার নীলে নীলে,
ভরে দিলি এ হৃদয়ের আসমান।


0 Response to "BIROHO AGUN LYRICS-বিরহ আগুন-ARMAN ALIF-Bangla Song"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles