Ads here

Raatdupurer Gaan Lyrics-Shovan Ganguly-Bangla Song

Raatdupurer Gaan | Shovan Ganguly | Purab | Subhadip | New Bengali Song 2020 - Shovan Ganguly Lyrics




Song
Raatdupurer Gaan
Singer
Shovan Ganguly
Lyrics
Shovan Ganguly
Music
Shovan Ganguly
Label
Asha Audio


জ্যোৎস্না আসে চোখ লেগে যায়
রাতের মায়ায় শব্দটা ভালোই লাগে,
বটের ছায়ার নির্জনতায় ঘুম এসে যায়
আসেনি যা কখনো আগে।

আমিও তাই, হেঁটে বেড়াই
অমানিশায় বুঁদ হওয়ার নেশাও জাগে।

জ্যোৎস্না আসে চোখ লেগে যায়
রাতের মায়ায় শব্দটা ভালোই লাগে,
বটের ছায়ার নির্জনতায় ঘুম এসে যায়
আসেনি যা কখনো আগে।

আজ থেকে হাজার বছর
আগেও ছিল রাত্রি ভোর,
হাতে হাত সঙ্গে তোর
তারা দেখিনি যে তাই।

পার করে সমুদ্র রাত
সামলেছি হাজার আঘাত,
সামনে সাত সাগরটাকে
শেষে একটু দেখতে পাই।

ভোরের আলো, কে দেখালো
লাগছে ভালো মায়াবী কোন আবেগে,
স্রোত ভেসে যায়, দুই খালি পায়
বটের ছায়ায় লাগেনি যা কখনো আগে।

হুম.. জ্যোৎস্না আসে চোখ লেগে যায়
রাতের মায়ায় শব্দটা ভালোই লাগে,

বটের ছায়ার নির্জনতায় ঘুম এসে যায়
আসেনি যা কখনো আগে।

আমিও তাই, হেঁটে বেড়াই
অমানিশায় বুঁদ হওয়ার নেশাও জাগে।
হুম ....!


0 Response to "Raatdupurer Gaan Lyrics-Shovan Ganguly-Bangla Song"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles