Confusion LYRICS-কনফিউশান-Tomay Ami Chinina-Bangla Five-Bangla Song
Shobchup Episode 3 | Bangla Five Band | Confusion | কনফিউশান - Bangla Five Lyrics
Song
|
Confusion-Tomay Ami
Chinina
|
Band
|
Bangla Five
|
Lyrics
|
Sina Hasan
|
Music
|
Bangla Five
|
Label
|
Imagine Radio
|
এই চেনা শহর, চেনা সময়
সময় গড়ালে অচেনাও হয়
এই তোমায় নিয়ে আমি ভাবি
তোমায় অনেক চিনে ফেলেছি
আসলে কি করেছি?
তোমায় আমি চিনি না, আবার বোধ হয় চিনি
তোমায় আমি চিনি না, আবার বোধ হয় চিনি
তোমায় আমি চিনি না, আবার বোধ হয় চিনি
তোমায় আমি চিনি না, আবার বোধ হয় চিনি
এই ভালোবাসা দিলাম তোমায়
কিন্তু একটা কিন্তু থেকেই যায়
যখন দূরে দূরে থাকো তুমি
তখন অনেক ভালোবেসে ফেলি, হায়!
আসলে কি বেসেছি?
তোমায় ভালোবাসি না, আবার বোধ হয় বাসি
তোমায় ভালোবাসি না, আবার বোধ হয় বাসি
তোমায় ভালোবাসি না, আবার বোধ হয় বাসি
তোমায় ভালোবাসি না, আবার বোধ হয় বাসি
এই চেনা রাস্তা, চেনা বাস-ট্রেন
চেনা অচেনায় দেখি
সবাই ছুটে চলে একলা কিংবা
দলে দলে ঠিক কিংবা ভুলে
বইতে বইতে যেমন জল
কেমনে কেমনে কেমনে সব এক হয়ে যায়?
সুখ-দুঃখ কষ্টের পাহাড়ের ঝর্ণার মতো বয়ে চলা মানুষদের
আমি ডাকি না
আমি ডাকি না
আমি ডাকি না
আমি ডাকি না, নাকি ডাকি?
আমি চিনি না
আমি চিনি না
আমি চিনি না
আমি চিনি না, নাকি চিনি?
কাউকে আমি চিনি না, আবার বোধহয় চিনি
কাউকে আমি চিনি না, আবার বোধহয় চিনি
কাউকে ভালোবাসি না, আবার বোধহয় বাসি
কাউকে ভালোবাসি না, আবার বোধহয় বাসি
কাউকে আমি ডাকি না, আবার বোধহয় ডাকি
কাউকে আমি ডাকি না, আবার বোধহয় ডাকি
কাউকে আমি চিনি না, আবার বোধহয় চিনি
কাউকে আমি চিনি না, আবার বোধহয় চিনি...!
0 Response to "Confusion LYRICS-কনফিউশান-Tomay Ami Chinina-Bangla Five-Bangla Song"
Post a Comment