Khuje Firi Tai Lyrics-Oyshee-খুজে ফিরি তাই-Bangla Song
Khuje Firi Tai | খুজে ফিরি তাই | OYSHEE | Official Lyrical Video | Bangla New Song 2020 - OYSHEE Lyrics
Song |
Khuje Firi Tai |
Singer |
Oyshee |
Lyrics |
S M Abdullah Shanto |
Music |
Nahid Noman Arup |
Label |
CMV Music |
তুমি আমি মিলে চল
সুর্য ছুঁবো
নতুন কিছু যেন
শুরু হলো
তোমার শিহরিত
স্পর্শ এমন
বৃষ্টির ফোটা হয়ে
ছুঁয়ে দিল
যদি না থাক পাশে সব
আঁধার হয়ে যায়
তোমার মাঝে জীবন আমার
আলো খুঁজে পায়
তোমার মাঝে আছি
তোমার মাঝে রবো
ইউ দ্যা ওয়ান দ্যাট
আই বিলং টু
তোমায়
খুঁজে ফিরি তাই
তোমায়...তোমায়
খুঁজে ফিরি তাই
তোমায়...
তোমার আমার
অনুভূতির প্রতিফলন
রাতের আকাশে তারা
সাগরে যেমন
কাটাতে চাই সারা
জীবন তোমার সাথে
মুহুর্ত গুলো
ধরে রেখে
যদি না থাক পাশে সব
আঁধার হয়ে যায়
হাজারো ভিড়ে যেন
আমি একা রয়ে যাই
তোমার মাঝে আছিট
তোমার মাঝে রবো
আমি একা রয়ে যায়
ইউ দ্যা ওয়ান দ্যাট
আই বিলং টু
তোমায়
খুঁজে ফিরি তাই
তোমায়...তোমায়
খুঁজে ফিরি তাই
তোমায়...
এসেছ তুমি
এ জীবনে
এসেছ সব পাওয়া হয়ে
নিয়েছ জীবন এই আমাকে
সব নিদ্রা তোমার
তোমায়
খুঁজে ফিরি তাই
তোমায়...
0 Response to "Khuje Firi Tai Lyrics-Oyshee-খুজে ফিরি তাই-Bangla Song"
Post a Comment