Ads here

Acho Naki Besh Lyrics-আছো নাকি বেশ-Zahed Tanveer-Bangla Song

Acho Naki Besh | আছো নাকি বেশ | Zahed Tanveer | Mehedi Hasan Limon | Bangla New Song 2020 - Zahed Tanveer Lyrics


♫ SONG CREDITS ♫

Song

Acho Naki Besh

Singer

Zahed Tanveer

Lyrics

Mehedi Hasan Limon

Music

Sahriar Rafat

Label

CMV Music

Acho Naki Besh Lyrics

তুমি ভুলতে ভুলতে আমায়
মনে করো শুধু একবার,
আমি হাসতে হাসতে তোমার
কাছে ফিরে যাবো আবার।

আমি ভুল করেও তোমায়
ভালোবাসবো না,

আমি জোর করে তোমায়
কাছে ডাকবো না।

থাকো তুমি নিজের মতো
বুকে পুষে কষ্ট রাখি,
ফুরিয়ে গেছি প্রায় আমি
নিঃস্ব হতে আর কী বাকি?

আমি ভুল করেও তোমায়
ভালোবাসবো না,

আমি জোর করে তোমায়
কাছে ডাকবো না।

আছো নাকি অনেক বেশ
ভুল করে তোমায় ডাকি,
যত প্রেম দিয়েছো আমায়
তার বেশি ছিলো ফাঁকি।

আমি ভুল করেও তোমায়
ভালোবাসবো না,

আমি জোর করে তোমায়
কাছে ডাকবো না।

তুমি ভুলতে ভুলতে আমায়
মনে করো শুধু একবার,
আমি হাসতে হাসতে তোমার
কাছে ফিরে যাবো আবার।


0 Response to "Acho Naki Besh Lyrics-আছো নাকি বেশ-Zahed Tanveer-Bangla Song"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles