Ads here

Manush Boro Ovimani Lyrics-Munmun Mukherjee-মানুষ বড় অভিমানী-বাংলা কবিতা আবৃত্তি

Munmun Mukherjee recitation I Manush Boro Ovimani I মানুষ বড় অভিমানী I বাংলা কবিতা আবৃত্তি I - Munmun Mukherjee Lyrics


Munmun Mukherjee. New Poem Recited "Manush Boro Ovimani".Manush Boro Ovimani Poem Recited Is Latest Poem Recited Presented by Munmun Mukherjee.Poem Recited' Lyrics Writing by Munmun Mukherjee.



মানুষ বড় অভিমানী প্রাণী
সে চায় তার মনখারাপ হলে,
প্রিয় মানুষটাকে না বললেও
সে বুঝে ফেলুক।

ফোন করে খানিক ম্লান গলায়
হ্যালো বলতেই,
ওপারের মানুষটা বলুক
তোমার মনখারাপ?

তার এলোমেলো চুল খানিকটা
লাল চোখ দেখে বলুক,
তোমার ঘুম হয়নি রাতে?

দুঃস্বপ্ন দেখেছো?
টেনশন করছো কিছু নিয়ে?

সে চায়, মানুষটা বুঝুক
কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয়,
চোখের সামনে আলতো করে হাত ছুঁইয়ে
বন্ধ করে দিতে হয় চোখের পাতা।

সে চায়, মানুষটা বুঝুক
কখন হাতের মুঠোয় হাত রাখতে হয়,
ফিসফিসিয়ে বলতে হয়
আমি তো আছি;
তবে, মনখারাপ কেন?

সে চায়, মাঝরাত্রিতে সে টের পাক
পাশের মানুষটা তার মাথার নীচের
সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে,
শেষ রাতে যখন খানিকটা হিম নামে
তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরে।

সে চায়, তার জন্য মাঝরাত্রিরেও কেউ
বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক,
মনে রাখুক তার জন্মদিনের কথা
প্রথম দিনের কথা,
স্পর্শ অনুভূতির কথা।

সে চায়, তাকে ছুঁয়ে দেখতে গিয়ে
কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানাক,
কেউ কপাল ছুঁয়ে বলুক
দেখি দেখি তোমার জ্বর নয় তো?

অভিমানে দূরে সরে যেতে চাইতেই
কেউ বলুক, খানিক ভুল করেছি বলেই
দূরে সরে যেতে হবে?

তবে এই যে এত ভালোবাসি
তাতে আরও কাছে আসে যায়না?
আরও আরও কাছে,
অনেক অনেক কাছে।

মানুষ বড় অভিমানী প্রাণী
তারা দু'জনই কেবল ভাবে,
এসবই ঐ মানুষটা করুক
ঐ অন্য মানুষটা,
কিন্তু শেষমেশ করা হয়না কারোরই।

তাই কাছে আসার রঙিন দিনেরা
ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্প হয়।

মানুষ বড্ড অভিমানী প্রাণী
অভিমানে সে ক্রমশঃই দূরে চলে যায়,
আর বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ।


0 Response to "Manush Boro Ovimani Lyrics-Munmun Mukherjee-মানুষ বড় অভিমানী-বাংলা কবিতা আবৃত্তি "

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles